266506

বৈচিত্র্য বাড়াতে বদলে যাচ্ছে অস্কারের ধরন

বদলে যাচ্ছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বা অস্কারের ধরন। চলচ্চিত্রে বৈচিত্র্য বাড়াতেই নাকি এ পরিবর্তন আনা হবে। দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ অস্কার জেতার পরপরই চাউর হয়েছিল, বদলে যেতে চলেছে অস্কারের ধরন। এবার খবরটা নিশ্চিত করেছে অস্কার আয়োজক সংস্থা।
শুক্রবার সংস্থাটি জানায়, চলচ্চিত্রে বৈচিত্র্য বাড়াতেই পরিবর্তনগুলো আনা হবে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো, এখন থেকে সেরা ছবির মনোনয়নে থাকবে ১০টি সিনেমার নাম। এ ছাড়া অস্কারে আরো কিভাবে বিশ্বায়ন ঘটানো যায় সে সব উপায় বের করতে একটি কমিটি গঠন করা হবে। থাকবে সমতা আনার মতো বিষয়গুলোও।

এ কাজে একাডেমির সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের প্রযোজক সমিতি। পরিবর্তনগুলো কার্যকর হবে ৩১ জুলাই থেকে। এর ফলাফল দেখা যাবে আগামী বছরের ৯৪তম অস্কার আয়োজনে।

এদিকে করোনাভাইরাসের মহামারির কারণে ৯৪তম অস্কার আয়োজনের দিনক্ষণ আরো পেছানো হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পাঠকের মতামত

Comments are closed.