266503

শরীরে ন্যাশ থাকলে লিভার ক্যান্সারের ঝুঁকি রয়েছে : ডা. মামুন আল মাহতাব

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার ডিবিসি টিভির টকশোতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান বলেন, রোগটি নতুন হওয়ায় এ সম্পর্কে মানুষের ধারণা কম। এ বিষয়ে মানুষকে আরো সর্তক করতে হবে।

[৩] তার পরামর্শ, ন্যাশ’র কারণে মানুষ মোটা হয়, শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমে সুতরাং খাবার নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। হাঁটাহাটি করতে হবে। তবে করোনাকালে সবাইকে সাবধানে থাকতে হবে।

[৪] অনুষ্ঠানে জাপানের গ্রাজুয়েট স্কুল অব মেডিসিন এহিম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, জাপানে মানুষের ন্যাশ’র সংখ্যা কম। তবে করোনারোগীদের পাশাপাশি হাসপাতালগুলোতে ন্যাশের রোগীদের আলাদাভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। দেশেও এ রকম ধরনের ব্যবস্থা থাকা উচিত।

[৫] একই অনুষ্ঠানে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ ভৌমিক বলেন, ন্যাশ মানুষের শরীরে অ্যালকোহলের মতো ক্ষতি করে। তবে ভারতে এ রোগীর সংখ্যা প্রায়ই দেখা যাচ্ছে। তবে নন-অ্যালকোহল প্রেডিক্স সম্পর্কে আরো ভাবতে হবে। এজন্য চিকিৎসার মানকে আরও উন্নত করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব

পাঠকের মতামত

Comments are closed.