266406

আইপিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত!

চলতি বছর ক্রিকেটের সবচেয়ে বড় দুটি ইভেন্ট আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে না। এর আগে ১০ জুনের সভা শেষে বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ফের এক মাসের জন্য এই সম্পর্কিত আলোচনা মুলতবি রেখেছে তারা। এমতাবস্থায় আইপিএল আয়োজনের চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুযায়ী এই বছরের শেষ দিকে আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। বুধবার সকল রাজ্য ক্রিকেট সংস্থার কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সেখানে প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

চিঠিতে সৌরভ লিখেছেন, ‘আমরা এ বছরই আইপিএল আয়োজন করতে সব রকম চেষ্টা করছি। যদি দর্শকশূন্য মাঠেও খেলা আয়োজন করতে হয়, প্রয়োজনে সেটাই করা হবে। ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, প্লেয়ার থেকে শুরু করে সবাই আইপিএলের দিকে তাকিয়ে রয়েছে। খুব শিগগিরই বিসিসিআই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

সম্প্রতি দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই এবারের আইপিএলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় সকলেই চান চলতি বছরেই আইপিএল হোক। এদিকে আর্থিক ব্যাপার সংশ্লিষ্ট থাকায় বিসিসিআইও সে দিকেই নজর দিচ্ছে যা বোর্ড প্রেসিডেন্টের চিঠিতেই স্পষ্ট। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া বা না হওয়ার ওপরই আইপিএলের চূড়ান্ত ভাগ্য নির্ভর করছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.