266402

ভালো করে নাম খেয়াল করুন, কী বুঝলেন?

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে অনেক পণ্যের উৎপাদন বন্ধ। তাছাড়া বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। আর এই চাহিদাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে একটি কুচক্রী মহল। অধিক মুনাফার আশায় সেসব মহল বাজারে ছাড়ছে মানহীন নকল পণ্য। নামিদামি বিভিন্ন কোম্পানির পণ্যের ইংরেজি নামের বানান একটু পরিবর্তন করে বাজারে ছাড়া হচ্ছে। যা সহজেই কারো বোঝার উপায় নেই।

পুরো পৃথিবীতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই সময়ে মানুষের প্রধান চাহিদা জীবাণুনাশক পণ্য। তেমনি একটি হচ্ছে অ্যান্টিসেপটিক লিক্যুইড স্যাভলন। করোনাভাইরাস সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজার এবং অ্যান্টিসেপটিক লিক্যুইডের ব্যাপক চাহিদা বেড়েছে। অপরদিকে করোনাকালীন বর্তমান সময়ে প্রায় সর্বত্রই অ্যান্টিসেপটিক লিক্যুইড স্যাভলনের স্বল্পতা। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে একটি ব্যবসায়ী মহল। করোনার এই কঠিন সময়ে দেশের মানুষের কাছে জীবাণুনাশক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ‘স্যাভলন’ ব্র্যান্ডের নামের মত করে বিভিন্ন মানহীন, নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে স্যাভ্লো, স্যাভ্লি, কোভ্লন, স্যাল্ভন ইত্যাদি বিভিন্ন নকল ব্যান্ড। হুবহু মোড়কে সামান্য নাম পরিবর্তন করে তারা বাজারে ছাড়ছে এসব পণ্য।

আর এই অসাধু ব্যবসায়ী শ্রেণীকে সহযোগিতা করছে অনেক খুচরা বিক্রেতা অর্থাৎ ফার্মেসির দোকানদার, ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকানের ব্যবসায়ীরা। এই ধরনের নকল এবং মানহীন পণ্যগুলো তারা নিজেদের দোকানে রাখছেন এবং ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে সরাসরি তাদেরকে প্রতারিত করে চলেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, সামান্য নাম পরিবর্তন করে বাজারজাত করা এসব পণ্য দেখে সহজে বোঝার উপায় নেই। করোনা মহামারির সময়ে নকল এসব পণ্য ব্যবহারে গ্রাহকের উদ্দেশ্য পূরণ নয় বরং স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

বুধবার রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫ লাখ টাকার এমন নকল অ্যান্টিসেপটিক লিক্যুইড জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় র‍্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৪ দোকানিকে সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানা করে। এর আগে কয়েকবার এ নিয়ে অভিযান চালানো হলেও কিছুদিন পর পর এই মহল সক্রিয় হয়ে উঠছে।

তাই নিজের ও প্রিয়জনদের স্বাস্থ্য সুরক্ষায় এসব মানহীন ও ক্ষতিকারক পণ্য ক্রয় করা হতে বিরত থাকুন এবং শুধুমাত্র এসিআই স্যাভলন এন্টিসেপটিক লিকুইডের আসল প্যাক ও রেজিস্টার্ড ট্রেডমার্ক দেখে কিনুন।

 

পাঠকের মতামত

Comments are closed.