265449

প্রাণপ্রিয় সন্তানের ঝুঁকির কথাও ভাবেননি তারা (ভিডিও)

নিজেদের পাশাপাশি প্রাণপ্রিয় ছোট্ট সন্তানটিও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে, এই ঝুঁকি নিয়েই ঈদ করতে বাড়িতে যাচ্ছেন তারা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত থাকা সত্ত্বেও সোমবার (১৮ মে) যাত্রী ও গাড়ির চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আর একইদিনে ঘরমুখী মানুষের চাপে বাধ্য হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করতে বাধ্য হয়েছে বিআইডব্লিউটিএ।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি সত্ত্বেও এভাবে গাদাগাদি করে গ্রামে যাচ্ছেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কর্মরত মানুষ। এই যাত্রায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা হয়ত মাথায়ই ছিল না তাদের। নিজেদের পাশাপাশি প্রাণপ্রিয় ছোট্ট সন্তানটিও আক্রান্ত হতে পারে, এই ঝুঁকি নিয়েই ঈদ করতে বাড়িতে যাচ্ছেন তারা।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট এলাকা থেকে ছবি ও ভিডিও ধারণ করেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান।

সূত্র: DhakaTribune

পাঠকের মতামত

Comments are closed.