265453

করোনাভাইরাস নয়, ঢাকাবাসীর চিন্তায় ঈদ শপিং

নিরাপদ দূরত্বে থেকে উৎসবমুখর মানুষের ঈদ শপিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মো. মানিক

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে, সামাজিক দূরত্বের ধার না ধেরে দলে দলে মানুষ দু’দিন ধরে ছুটছেন বাড়ির পথে। তারা সবাই ঈদযাত্রী। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামে যাচ্ছেন তারা।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় সোমবার (১৮ মে) ছিল উপচেপড়া ভিড়। মঙ্গলবারও কয়েক হাজার মানুষ দেখা গেছে শিমুলিয়ায়। যান চলাচল বন্ধ থাকায় অনেকেই গ্রামে যাননি এবার ঈদে। ঢাকায়ই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আবার করছেন ঈদ শপিং।

মঙ্গলবার রাজধানীর জুরাইন এলাকার ফুটপাতে লক্ষ্য করা গেছে এমন দৃশ্য। নিরাপদ দূরত্বে থেকে উৎসবমুখর মানুষের ঈদ শপিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মো. মানিক।

সূত্র: DhakaTribune

পাঠকের মতামত

Comments are closed.