265438

করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের পাশে বর্ডারলেস হেলথ কেয়ার

বিদেশে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা টিভির মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পাবেন বিনামূল্যে

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ।

বৃহস্পতিবার (১৪ মে) এই অনলাইন সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. ওয়েই সিয়ান ইউ।

উল্লেখ্য, বর্ডারলেস ক্লিনিক বিশ্বের প্রথম বহুভাষিক ভিডিও কল সেন্টার সেবা যেখানে ২০ হাজারের বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত ওয়েবপেজ ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা কাজ করছেন। যার সেবা পাবে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সহ বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরাও।

স্বাস্থসেবার এই অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে গিয়ে ড. ওয়েই সিয়াং বলেন, যেসব বাংলাদেশি চিকিৎসক এবং স্বেচ্ছাসেবী আজকের এই প্ল্যাটফর্ম বাস্তবায়নে এগিয়ে এসেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ তাদেরকে, যারা বাংলা ভাষায় এই টেলিমেডিসিন সেবাটি দিতে আমাদেরকে সহায়তা করেছেন।

তিনি বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা টিভির মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পাবেন বিনামূল্যে। বিভিন্ন ডরমেটরিতে বসবাসরত শ্রমিকদের পক্ষ থেকে আবেদন করা হলে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে। যার মাধ্যমে তারা ফ্রি টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে তিনি আরও বলেন, প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত আছেন যারা প্রতি বছর লাখ লাখ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। যার আনুমানিক মূল্য ১৫ বিলিয়ন ইউএস ডলারের বেশি। এই বিশাল খাতটির অবস্থান বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরেই। তাই দেশের অর্থনীতিতে অবদান রাখা এই বিপুল পরিমাণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য আজকের এই সেবার উদ্বোধন।

ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে এই সেবা সম্পর্কিত তথ্যগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে বর্ডারলেস ক্লিনিক।

সূত্র: DhakaTribune

পাঠকের মতামত

Comments are closed.