265177

দুস্থদের পাশে দুই ইউটিউবার

ব্রাদার্স পোডকাস্ট অনুষ্ঠানের দুই ইউটিউবার তাহসিন রাকিব ও তৌহিদ আফ্রিদি
তাঁরা ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয়। তাই করোনাভাইরাসের এই মহামারির সময়ে তারা বাংলাদেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। ফেসবুক লাইভে ‘ব্রাদার্স পোডকাস্ট’ নামে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে তাদের অগণিত ভক্তদের কাছে অসহায় ও দরিদ্র মানুষের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন তারা। তাদের নাম তাহসিন রাকিব (তাহসিনেশন) ও তৌহিদ আফ্রিদি।

করোনাভাইরাসের লকডাউনে বন্দী থাকার ফলে ইদানীং ফেসবুক লাইভ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লাইভের মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বিশ্বজুড়ে করোনার প্রভাব নিয়ে। ঠিক তখনই এই দুই ইউটিউবারের মাথায় ব্যতিক্রমী এই চিন্তা আসে। ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেও দেশের বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসার এ চিন্তাটি কীভাবে আসে জানতে চাইলে তাহসিনেশন বলেন, একদিন রাত ২ টার দিকে কীভাবে দেশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা যায়—এ নিয়ে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে কথা হচ্ছিল।

তাহশিনেশন বলেন, হঠাৎ করেই দুজন মিলে পরিকল্পনা করি, ফেসবুক লাইভের মাধ্যমে এভাবে টাকা সংগ্রহের উদ্যোগ নিলে আমাদের অনেক ভক্তই এগিয়ে আসবে এবং করোনার এই সময়ে মানুষজন অনলাইনে বিভিন্ন প্রাংক, হাবিজাবি কাজ না করে ভালো একটি উদ্যোগে এগিয়ে আসবে এবং আরও অনেকেই এ থেকে অনুপ্রাণিত হবে। যেই ভাবা সেই কাজ। দেরি না করে পরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব সোলাইমান সুখনকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার করি। ব্রাদার্স পোডকাস্টে মোট দশটি পর্ব প্রচার করা হয় যাতে অংশগ্রহণ করে জনপ্রিয় অভিনেতা তাহসান খান, সিয়াম আহমেদ, রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ, ক্রিকেটার তাসকিন আহমেদ প্রমুখ।

তাহসিনেশন বলেন, প্রথমদিকে আমাদের লক্ষ্য ছিল অনুষ্ঠানটির মাধ্যমে দশ হাজার ডলার সংগ্রহ করা। কিন্তু পরবর্তীতে সবার অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা এ পর্যন্ত প্রায় পনেরো হাজার ডলার সংগ্রহ করতে পেরেছি, যার একটা বিরাট অংশ আমি নিজে এবং তৌহিদ আফ্রিদি দান করি এবং অতিথিদের মধ্য থেকে ক্রিকেটার তাসকিন আহমেদ এগিয়ে আসেন। সংগৃহীত এই অর্থ গরিব, অসহায় ও মধ্যবিত্তের মধ্যে পরিচয় গোপন রেখে বিতরণ করা হবে এবং ভিডিওচিত্র ধারণ করে সংগৃহীত এই অর্থ কীভাবে বণ্টন করা হয়েছে, তা সবাইকে দেখানো হবে। সংগৃহীত এ অর্থের পাশাপাশি তৌহিদ প্রতিদিন ১০০ জনের ইফতারেরও ব্যবস্থা করছে।

তাহসিনেশন বলেন, দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশ ও সীমানা কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণে সময় অপচয় না করেও এভাবে যে ভালো কাজ করা যায়, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছি। এভাবে দান করাকে সবাই শো অফ বা ব্যক্তি প্রচার মনে করে থাকে, কিন্তু আমি মনে করি, আমাদের এই উদ্যোগের মাধ্যমে গরিব অসহায় মানুষের এক বেলা খাবার জুটলেও আমাদের এ প্রচার সার্থক এবং আমি অন্যদেরও এ রকম ব্যক্তি প্রচার করতে এগিয়ে আসার আহ্বান জানাই।­

সূত্র: প্রথম আলো

পাঠকের মতামত

Comments are closed.