264488

মৌসুমী ফলেই হোক ত্বকের যত্ন

সারা বছর বিভিন্ন ফল পাওয়া গেলেও দেশীয় ফলের সমারোহ এই গ্রীষ্মেই। রসালো এসব ফল শুধু যে আমাদের পুষ্টির চাহিদা মেটায় তা-ই নয়, রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার।

মৌসুমী ফলের মধ্যে বাঙ্গি অন্যতম এক ফল। নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল ত্বকের যত্নেও বেশ কার্যকরী। এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শুষ্ক ত্বকের যত্নে ফেসওয়াশের পরিবর্তে বাঙ্গি ব্যবহার করতে পারেন। এতে উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি ত্বকের বলিরেখা এবং রোদে পুড়ে যাওয়া দাগও দূর হবে। জেনে নিন ত্বকের যত্নে বাঙ্গি কীভাবে ব্যবহার করবেন-

> বাঙ্গি বেল্ড করে রস বের করে নিন। এবার এটি ফেস ওয়াসের মতো ত্বকে ব্যবহার করতে পারেন।

বাঙ্গি

বাঙ্গি

> বাঙ্গির ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে বাঙ্গি পেস্ট করে নিন। এবার এক টেবিল চামচ বাঙ্গির পেস্ট এর সঙ্গে সমপরিমাণ দুধ ও মধু মেশান। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অনেকের ত্বক গরমে খুবই তৈলাক্ত হয়ে পড়ে। আর এই তৈলাক্ত ত্বকে রোদে পোড়া ভাব বেশি দেখা যায়। এ সমস্যা দূর করতে বাঙ্গির সঙ্গে লাল আটা মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাবেন।

এছাড়াও বাঙ্গির রস টোনার হিসেবেও মুখে লাগাতে পারেন। এজন্য বাঙ্গির রস তুলায় ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.