264221

ইরফানের মৃত্যুতে শোকাহত মোদি-মমতা

বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান। ২০১৮ সাল থেকে তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন। তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলেন জীবনের হাত শক্ত করে ধরে রেখে। কিন্তু শেষ রক্ষা হল না। ৫৩ বছর বয়সে চলে গেলেন অভিনেতা।

ইরফান খানের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতোমধ্যেই শোক জানিয়েছেন বলিউডের বহু তারকা। তবে কিংবদন্তি এই অভিনেতাকে হারানোর শোক শুধু চলচ্চিত্র জগতেই নয়, ছড়িয়ে গেছে গোটা ভারতে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিববঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জীও।

প্রধানমন্ত্রী মোদি তার ট্যুইটে লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যু সারা দুনিয়ার চলচ্চিত্র ও নাট্য জগতের জন্য এক বিরাট ক্ষতি। ওকে সারা বিশ্ব মনে রাখবে অত্যন্ত প্রতিভাশালী এক অভিনেতা হিসেবে, যার সর্বত্র অবাধ যাতায়াত ছিল। ইরফানের পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

মমতা ব্যানার্জী শোক প্রকাশ করে লিখেছেন, ‘প্রখ্যাত অভিনেতা ইরফান খানের প্রয়াণে শোকাহত। ওর অসাধারণ সব কাজ আগামী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থেকে যাবে। কয়েক বছর আগে কলকাতায় এসে ও আমার সঙ্গে দেখা করেছিল। মনে পড়ছে সেসব। ওর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইই।’

এদিকে বুধবারই বেলা তিনটা নাগাদ ইরফান খানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে গেছে। তাকে মুম্বাইয়ের ভার্সোভার কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতার পরিবারের সদস্যরা, কয়েকজন নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

সূত্র ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.