264155

মহাকাশে ভিনগ্রহের প্রাণীর যান নিয়ে গুঞ্জন

মহাকাশে ভিনগ্রহের প্রাণীর যান নিয়ে গুঞ্জন উঠেছে। সম্প্রতি মার্কিন নৌসেনারা দাবি করেছেন তারা আকাশে ভিনগ্রহের প্রাণীদের যান দেখেছেন।

সোমবার তিনটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন। তাদের দাবি, মহাকাশে তিনটি আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস বা ইউএফও দেখা গিয়েছে।

ঝাপসা সেই ভিডিওতে দেখা গিয়েছে, কিছু বস্তু মহাকাশে ভাসছে। একে ‘অব্যক্ত বায়বীয় ঘটনা’ বলে উল্লেখ করেছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সরকারি ওয়েবসাইটে ভিডিও আপলোড করেছে পেন্টাগন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, জনমানসে যে চাঞ্চল্য ও বিভ্রান্তি ছড়িয়েছে বিভিন্ন ভিডিও নিয়ে সেগুলো স্পষ্ট করার জন্যই এই ভিডিও প্রকাশ করা হয়েছে।

তবে এই ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে আতঙ্ক না ছড়িয়ে তদন্তসাপেক্ষ বলে দাবি করেছে পেন্টাগন।

এই ভিডিওগুলো নাকি মার্কিন নৌসেনার ট্রেনিং পাইলট ২০০৪ এবং ২০১৫ সালে তুলেছিল। দুটি ভিডিওর কথা ২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।

পেন্টাগন তাদের বিবৃতিতে জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পরে, প্রতিরক্ষা দপ্তর নির্ধারণ করেছে যে এই শ্রেণিবদ্ধ ভিডিওগুলোর অনুমোদিত প্রকাশ কোনও সংবেদনশীল ক্ষমতা বা সিস্টেম প্রকাশ করে না, এবং অব্যক্ত বায়বীয় বস্তু সামরিক বিমানের উপর আক্রমণের ক্ষেত্রে জড়িত নয়। পেন্টাগনের দ্বারা ভিডিওগুলো প্রকাশের ফলে ভিডিওগুলো বৈধতা আরও বেড়ে গিয়েছে এবং আরও জল্পনা যে, সম্প্রতি এই অতিজাগতিক বস্তু মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করেছে।

ইউএফও নিয়ে প্রতিবেদন করার জন্য নৌসেনার গাইডলাইন রয়েছে।

সূত্র ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.