263391

সন্তানের কোলে বাবা

সোর্স আমাদের সময় 

করোনার কারণে দেশজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬৫ বছরের বৃদ্ধ বাবা। তাকে নিয়ে অটোরিকশায় করে ফিরছিলেন ছেলে। লকডাউনের কারণে অটোরিকশায় চলাচল বন্ধের নিয়ম দেখিয়ে তাদের নামিয়ে দেয় পুলিশ।

বাধ্য হয়ে অসুস্থ বাবাকে কাঁধে নিয়ে হেঁটেই বাড়ি ফেরেন ছেলে। আর এ ঘটনার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। এ ঘটনার জন্য কেরালা রাজ্য মানবাধিকার কমিশন পুলিশের বিরুদ্ধে মামলা করেছে। ওই বাবা ও ছেলে কেরালার কোলামের কুলাথুপুজা গ্রামের বাসিন্দা। বাবা ভর্তি ছিলেন পুনালুর তালুক হাসপাতালে। স্থানীয় সময় গত বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ছেলে জানান, অটোরিকশায় ফেরার সময় পুলিশ বাধা দিলে তারা হাসপাতালের সব কাগজপত্র দেখান। কিন্তু তার পরও পুলিশ তাদের যেতে অনুমতি দেয়নি।

পুলিশ কর্মকর্তাই ওই পরিবারকে অটো থেকে নামান। উপায় না দেখে বাবাকে কোলে নিয়ে এক কিলোমিটার হেঁটে যান তিনি। বাবাকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হলেও থামেননি তিনি। ছেলের পেছনে প্রেসক্রিপশন আর ব্যাগ হাতে হাঁটেন তার বৃদ্ধ মা।

পাঠকের মতামত

Comments are closed.