263164

হোম কোয়ারেন্টিন নিশ্চিতে বাঁ হাতে বিশেষ ‘সিল’

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে চার হাজার বিদেশি যাত্রী দেশে ঢুকছে। একই চিত্র ছিল গতকাল শুক্রবারও। এদের মধ্যে তিন যাত্রীর শরীরে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বিকালে দক্ষিণ কোরিয়া থেকে আসা এক প্রবাসীকে করা হয়েছে পুশব্যাক। আক্রান্ত দেশ থেকে যাত্রী আনার বিষয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে, তা অমান্য করায় ওই প্রবাসীকে কাতার এয়ারওয়েজের সেই বিমানে করেই পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে দেশে কোভিড-১৯ বিস্তার ঠেকাতে হোম কোয়ারেন্টিনের বিষয়ে কঠোর হয়েছে সরকার। তাই বিদেশ ফেরতদের আলাদাভাবে চিহ্নিত করতে বিমানবন্দরেই তাদের বাঁ হাতে বিশেষ ‘সিল’ মেরে দেওয়া হচ্ছে অমোচনীয় কালি দিয়ে। গতকাল থেকেই এটি কার্যকর করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, বিদেশ থেকে যারা দেশে ফিরবেন, বিমানবন্দরে তাদের প্রত্যেকের হাতে সিল মেরে দেওয়া হবে। এর পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করলে তাদের শাস্তির আওতায়ও আনা হবে। হাইকোর্ট থেকেও নির্দেশ রয়েছে বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার।

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিদেশ ফেরতদের তার নিজের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হলেও তারা সেটি অমান্য করছেন। বাড়ি থেকে বেরিয়ে অন্য মানুষজনের সঙ্গে মিশছেন। এর ফলেই বেশি করে করোনা সংক্রমিত হচ্ছে। এ জন্য বিদেশ ফেরতদের সিল মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসা সব যাত্রীকেই মনিটর করা হচ্ছে। শুক্রবার বিদেশ ফেরতদের আলাদাভাবে চিহ্নিত করে রাখতে তাদের বাঁ হাতে একটি বিশেষ সিল মেরে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভোট দেওয়ার পর ভোটারদের হাতে যে অমোচনীয় কালি লাগানো হয়, সেটি দিয়েই সিলটি মারা হয়। এ ছাড়া বিদেশ ফেরত তিন যাত্রীর শরীরে মাত্রাতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান আমাদের সময়কে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার বিকালে কাতার এয়ারওয়েজে করে দক্ষিণ কোরিয়া থেকে এক প্রবাসী দেশে আসায় তাকে বিমানবন্দর থেকেই পুশব্যাক করা হয়েছে। কাতার এয়ারওয়েজের যে বিমান তাকে বাংলাদেশে এনেছে সে বিমানই ফেরত নিয়েছে।’ সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.