262030

নিজের দীর্ঘায়ুর ‘সিক্রেট’ জানালেন ১১২ বছরের বৃদ্ধা

ডেস্ক রিপোর্ট : গ্রিনিং চিতেস্তু ওয়াতানাবের জন্ম ১৯০৭ সালে উত্তর জাপানের নিইগাতা শহরে। তার বর্তমান বয়স ১১২ বছর ৩৪৪ দিন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ হিসেবে নিজের নাম লিখিয়েছেন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও। যুবক বয়সে পেশায় একজন কৃষক ছিলেন তিনি।

নিজের দীর্ঘায়ুর গোপন রহস্য হিসেবে তিনি জানিয়েছেন, কখনও রাগ করা চলবে না, আর সর্বদা মুখে হাসি রাখতে হবে।

জাপানের এই বয়স্ক ব্যক্তি জানিয়েছেন, দাঁত না থাকলেও পুডিং এবং ক্রিম পাফ খেতে পছন্দ করেন তিনি। কারণ এই ধরণের খাবারগুলি দাঁত দিয়ে চাবাতে হয় না। এর আগে যে ব্যক্তি বিশ্বের সবচেয়ে বয়স্ক ছিলেন, তার নাম মাসাজো নোনাকা। তিনিও জাপানেরই নাগরিক ছিলেন। ২০১৯ সালে ১১৩ বছরে মৃত্যু হয় তার।

গ্রিনিং চিতেস্তু ওয়াতানাবে সম্পর্কে বলতে গিয়ে তার পুত্রবধূ জানিয়েছেন, ওয়াতানাবেকে তিনি কখনও রাগতে দেখেননি। পাশাপাশি তিনি যথেষ্ট কেয়ারিং-ও। অন্যদিকে ওয়াতানাবে নিজের সম্পর্কে বলেছেন, ‘আমি মনে করি, এক ছাদের নীচে একটি বড় পরিবারের সাথে বসবাস করছি, এখানে নাতি-নাতনিরা আমার মুখের হাসি বাঁচিয়ে রেখছে।’ তাঁর এই কথা থেকেই পরিষ্কার তিনি তাঁর নাতি নাতনিদের কতটা ভালোবাসেন।

পাঠকের মতামত

Comments are closed.