262032

করোনা ভাইরাস আতঙ্কের মধ্য দিয়ে জাকার্তায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাদুড়ের স্যুপ

ডেস্ক রিপোর্ট : প্রায় সারা বিশ্ব চীনের করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে। ইতিমধ্যে শুধু চীনেই এই রোগের কবলে পড়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। সকলেই কম বেশি মানছেন বাদুড়ের মাংস খেয়েই এই রোগ ছড়িয়েছে।কিন্তু তবুও সচেতনতার লেশমাত্র নেই ইন্দোনেশিয়ায়। সেখানে একটি বাজারে প্রকাশ্যে চলছে বাদুড়ের স্যুপ বিক্রি। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে এই কারবার।

এক বিক্রেতা জানিয়েছেন, এই স্যুপের ব্যবসা বেশ জনপ্রিয়। পাশপাশি অদ্ভূত হলেও ওই ব্যবসায়ীর দাবি, ব্যাপক চাহিদা রয়েছে ওই স্যুপের। তিনি জানিয়েছেন, এই স্যুপ সবসময় বিক্রি হয়েই যায়। এতটাই বেশি এর জনপ্রিয়তা।

যদিও ইন্দোনেশিয়ায় স্থানীয় সরকার এবং স্বাস্থ্য সংস্থা বাদুড় সহ অন্যান্য বন্যপ্রাণী না খাওয়ার আহ্বান জানিয়েছে – তবে অনুরোধ অগ্রাহ্য করা হচ্ছে বারবার, ফলে আরও বাড়ছে করোনার আশঙ্কা। সূত্র : কোলকাতা ২৪

পাঠকের মতামত

Comments are closed.