257587

আবারও উত্তাল ইরাক, শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভে

ডেস্ক রিপোর্ট : সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ইরাক। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। খবর আল জাজিরা’র।

খবরে বলা হয়, বসরায় শুক্রবার সকাল থেকেই স্থানীয় সরকার কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশি বাঁধা উপেক্ষা করে শ্লোগান দিতে থাকে তারা। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর শুরু হয় সহিংসতা।

এদিকে বাগদাদেও নিরাপত্তা বাহিনীর সাথে বড় ধরণের সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। জুমার নামাজের পর আন্দোলনকারীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানান শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। তবে তার আহ্বানেও সারা দেয়নি বিক্ষোভকারীরা।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.