246803

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া যেভাবে মেসেঞ্জার ব্যবহার করবেন (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- মেসেঞ্জার হচ্ছে ফেসবুকে বার্তা আদান-প্রদানের মাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমটির এই সেবাটি ইউজারদের মধ্যে অধিক জনপ্রিয়।

এখন অনেকেই নানা কারণে ফেসবুক ব্যবহার করতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমকে এড়িয়ে চলতে চান। তবে বার্তা আদান-প্রদান ঠিকই চালিয়ে যেতে চান।

তবে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করার সুযোগ থাকছে ঠিকই। ফেসবুক না চালিয়েও মেসেঞ্জারে যখন ইচ্ছা ঢুঁ মারা যাবে।

আসুন জেনে নিই, ফেসবুকে ছাড়া কীভাবে মেসেঞ্জার ব্যবহার করবেন

* গুগল প্লে স্টোর থেকে ফেসবুকের বিনামূল্যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।

* অ্যাপটি ইনস্টল করে সেটি চালু করুন

* ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই’ অপশনটি ক্লিক করুন।

*বিভিন্ন অনুমতি চেয়ে বার্তা দেখাবে, সেগুলো বুঝেশুনে ক্লিক করুন।

*এরপর আপনাকে একটি এসএমএস যাচাই কোড প্রেরণ করতে হবে।

*আপনার ফোন নম্বর লিখুন এবং নেক্সট ক্লিক করুন

*কমপক্ষে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যান

*নিজের নাম লিখে আবার নেক্সট ক্লিক করুন

*এরপর অ্যাকাউন্ট তৈরির চূড়ান্ত ধাপ দেখতে পাবেন আপনি।

*এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে পাঠানো কোডটি দিন।

ব্যস, হয়ে গেল ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট। ফেসবুক ছাড়াই সহজে বার্তা আদান-প্রদান করতে পারবেন আপনি।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.