246970

আমিরাতে ই-কমার্সে লেনদেন ১৬শ কোটি ডলার

রিবাতুল ইসলাম: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা পর্যন্ত আমিরাতের ই-কমার্স লেনদেন সম্প্রসারণ হয়েছে ব্যাপকভাবেই। দুবাই ইকোনোমি ও ডিজিটাল পেমেন্ট সলিউশন প্রতিষ্ঠান ভিসা’র এক যৌথ সমীক্ষায় এসব তথ্য পাওয়া গেছে। এবছর আমিরাতের ই-কমার্স বাজার ১৬শ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পর তা বাড়তে থাকবে ২৩ শতাংশ হারে। এবং এ হারে বৃদ্ধি অব্যাহত থাকবে ২০২২ সাল পর্যন্ত। অর্থাৎ আমিরাতের ই-কমার্স বাজার পরিণত হয়ে উঠেছে।

ইন্টারনেট ব্যবহার ছাড়াও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ ও ই-কমার্স নিয়ে তরুণদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় তা বাজার সম্প্রসারণে সহায়ক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্ট ফোনের ব্যবহারও ই-কমার্স ছড়িয়ে পড়তে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। আমিরাতে মোট লেনদেনের ৪.২ শতাংশ হচ্ছে ই-কমার্সের মাধ্যমে। যা উপসাগরীয় দেশগুলোতে ৩ শতাংশ। বিশেষ করে ফুড ডেলিভারি এ্যাপগুলো ই-কমার্স বাড়তে সাহায্য করেছে দারুণভাবে। দ্রুত রেস্টুরেন্ট সেবা ঘর পর্যন্ত পৌঁছে দেয়ায় দক্ষতা ও যাতায়াত ছাড়া এবং সময় বাঁচানো এমন শপিং সহজেই নজর কেড়েছে ক্রেতাদের মধ্যে।

পাঠকের মতামত

Comments are closed.