241081

স্মার্টফোন পানিতে পড়লে যেসব কাজ ভুলেও করবেন না

অনলাইন সংস্করণঃ- অসাবধানতায় আপনার স্মার্টফোনটি হঠাৎ পানিতে পড়ে যেতে পারে। এমন পরিস্থিতে আসলে আপনার কি করা উচিত। তা বুঝে উঠতে পারে না অনেকে।

তবে আপনি জানেন কি? কিছু জিনিস এড়িয়ে গেলে পানিতে পড়া ফোনটি আপনি বাঁচাতে পারবেন।
আসুন জেনে নেই স্মার্টফোন পানিতে পড়লে কি করবেন?

১. ফোনপানিতে পড়লে শুকনোর জন্য ভুলেওহেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতেঅতিরিক্ত গরমে ফোনের ভিতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

২. ভেজা ফোনটি চার্জে দেবে না। এতে তড়িদাহত হতে পারে।

৩. হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এ ক্ষেত্রেও তড়িদাহত হওয়ারআশঙ্কা রয়েছে।

৪. ফোনের লাগানো সিম কার্ডটি খুলবেন না। এতে পানি ডুকে যেতে পারে।

৫. ভেজা ফোন ব্যবহার না করে সুইচ অফ করুন।

৬. ফোনের ব্যাটারি খুলে রাখবেন না।

৭. ফোনে পানি ঢুকার সঠিক তথ্য টেকনিশিয়ানকে জানান।

৮. ফোনের পাওয়ার বাটন, ভলিউম বাটন অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাবে।

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.