241063

ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

অনলাইন সংস্করণঃ- ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করেছেন মার্কিন আইন নিয়ন্ত্রকরা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জরিমানার এ অর্থ ফেসবুকের বাৎসরিক মুনাফার প্রায় ৪ ভাগের ১ ভাগ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) ৩-২ ভোটে জরিমানার বিষয়টি অনুমোদিত হয়। ভোটে রিপাবলিকানরা জরিমানার পক্ষে থাকলেও ডেমোক্রেটিক দলের দুই সদস্য এর বিপক্ষে মত দেন। শেষ পর্যন্ত যদি এ জরিমানা কার্যকর হয় তাহলে এটি হবে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এফটিসির নেওয়া সবচেয়ে বড় আর্থিক শাস্তিমূলক পদক্ষেপ। তবে বিষয়টি চূড়ান্ত হওয়ার জন্য মার্কিন বিচার বিভাগের অনুমোদন প্রয়োজন।

গত বছর যুক্তরাজ্যের রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত শুরু করে এফটিসি। ক্যোমব্রিজ অ্যানালিটিকা এসব তথ্য ২০১৬ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকাজে ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হয়, এসব তথ্য ট্রাম্পের জয়ে ভূমিকা পালন করে। এ ছাড়া ফেসবুকের বিরুদ্ধে তাদের ব্যাবসায়িক অংশীদারদের কাছেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও জরিমানার কারণে প্রতিষ্ঠানটিকে খুব বেশি বিপাকে পড়তে হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ জরিমানার টাকা পৃথক করে প্রস্তুত রাখা হয়েছে বলে গত এপ্রিলেই তারা বিনিয়োগকারীদের জানিয়ে দিয়েছিল। আর্থিক জরিমানা ছাড়া আরো কিছু নিয়ম-কানুন ফেসবুকের জন্য প্রযোজ্য করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সূত্র : এএফপি ও বিবিসি।

পাঠকের মতামত

Comments are closed.