240934

সাকিব আরো একটি বিশ্বকাপ সেরা একাদশে যোগ্যতার প্রাণ রেখেছে

ডেস্ক রিপোর্ট : চলতি বিশ্বকাপে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই সমানতালে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দল যে তিন ম্যাচে জয়ী হয়েছে তাতে সেই ম্যাচ গুলোতে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

বাংলাদেশ সেমিফাইনালে যেতে না পারলেও ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে আসর শেষ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। যার প্রতিদানস্বরূপ ফাইনাল ম্যাচ মাঠে গড়াবার আগেও টুর্নামেন্ট সেরা হওয়ার প্রতিযোগিতায় লড়ছেন তিনি।

আর তাই ভারতের সাবেক পেসার আশিস নেহরা তার বিশ্বকাপ সেরা একাদশে সাকিবকে রেখেছেন।
একাদশে সাকিবকে রাখার প্রসঙ্গে নেহরা বলেন, ‘পুরো বিশ্বকাপে সাকিব তিন নম্বরে খেলেছে কিন্তু আমার একাদশে তাকে আমি পাঁচ নম্বরে রাখছি। আমার দলে একজন লেগ স্পিনার আছে, যুবেন্দ্র চাহাল। সাকিব এবং চাহাল দুইজন স্পিন দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারবে, সঙ্গে এই ওলরাউন্ডারের ব্যাটিং তো রয়েছেই।’

এবারের আসরে পাঁচ সেঞ্চুরি হাঁকানো ভারতের রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দলে রেখেছেন নেহরা। তার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন টুর্নামেন্টে ৬৪৮ রান করা অস্ট্রলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

তিন নম্বরে নিজের প্রিয় ক্রিকেটার ভারতীয় অধিয়ানয়ক বিরাট কোহলিকে রেখেছেন তিনি। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং ভিন্ন অ্যাকশনধর্মী পেসার জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে। দলকে নেতৃত্ব দেবেন ধোনি।

দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ও জোফরা আর্চারকে বিশ্বকাপের একাদশে রেখেছেন নেহরা। নিউজিল্যান্ডকে পুরো বিশ্বকাপে একাই টেনেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে চার নম্বরের দায়িত্ব দিয়েছেন তিনি। বল হাতে গোটা টুর্নামেন্টে আগুন ঝরিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। স্বভাবতই এই দলে আছেন তিনি।

নেহরার বিশ্বকাপ সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, জোফরা আর্চার, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

পাঠকের মতামত

Comments are closed.