238491

মাশরাফির অবসর ইস্যুতে নিজেকে জড়াতে চান না কোচ!

অনলাইন সংস্করণঃ- চলতি বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এটাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ বিশ্বকাপ। আগে শোনা গিয়েছিল, বিশ্বকাপ খেলেই হয়তো অবসরে যাবেন ম্যাশ। তবে টুর্নামেন্টের মাঝেই তিনি আরও ওয়ানডে খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিসিবিও মাশরাফির ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু দলের প্রধান কোচ স্টিভ রোডস ম্যাশের অবসর নিয়ে কোনো কথা বলতেই রাজী নন। স্পষ্টই বলে দিয়েছেন, এ ব্যাপারে তিনি নিজেকে জড়াতে চান না!

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ১টি উইকেট নিয়েছেন মাশরাফি। রান দিয়েছেন প্রচুর। বেশিরভাগ ম্যাচেই ১০ ওভার পূর্ণ করতে পারেননি। বল হাতে বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্স হতাশার- তা মেনে বাংলাদেশ কোচ বলেন, ‘ম্যাশের এবারের পারফরম্যান্সে দিকে তাকিয়ে মনে হবে, নিশ্চয়ই আরও ভালো হতে পারত! তবে পাশাপাশি মনে রাখতে হবে, সে টুর্নামেন্ট জুড়ে চেষ্টা করে গেছে। ম্যাশের একটি ব্যাপার হলো সে প্রতিটি বলে চেষ্টা করে। অন্য কোনো পথ তার জানা নেই। ৭টি অস্ত্রোপচারের পরও দুইশর বেশি ওয়ানডের অসাধারণ ক্যারিয়ার তার। কখনোই সে চেষ্টা করা থামায়নি, এটা বলতে পারি।’

মাশরাফি আর কতদিন খেলবেন- এমন প্রশ্নের জবাবে স্টিভ রোডস একটু কৌশলী হয়ে বলেন, ‘গত সপ্তাহ দুয়েক ধরেই এটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আসলে মাশরাফি ও বোর্ড দিতে পারবে। আমি উত্তর দিতে পারছি না। ম্যাশের অবসরের প্রশ্নের উত্তর আমার জন্য কঠিন। আমি এটায় জড়াতে চাই না। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের এমন বোলার লাগবে, যে ম্যাশের বিকল্প হওয়ার মতো সামর্থ্য রাখে। কারও এই দিকটি মনে থাকে না। আমাদের তো লম্বা, গতিময় বোলার খুব বেশি নেই। টেস্ট ম্যাচের জন্য আমরা তেমন বোলার খুঁজছি। তাদের খুঁজে পেলে এবং তারা ভালো করলে, অবশ্যই দলে নেব।’

 

সূত্র কালেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.