238485

দাদির বয়সীকে ধর্ষণ করার পর ‘গুড জব’ বলে অভিনন্দন!

অনলাইন সংস্করণঃ- অস্ট্রেলিয়ার সিডনির একটি পার্কে দাদির বয়সী এক বৃদ্ধাকে নির্মমভাবে ধর্ষণ করেন ২৩ বছর বয়স্ক এক যুবক। ধর্ষণের পর ওই নারীকে ‘গুড জব’ বলে নির্মমভাবে অভিনন্দনও জানান অভিযুক্ত ওই ব্যক্তি।

অন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ধর্ষণের শিকার ৫৯ বছর বয়স্ক ওই নারী সিডনির একটি পার্কে পায়চারি করছিলেন। এ সময় মনসা কোরো নামের এক ব্যক্তি পেছন থেকে দৌড়ে এসে মাথায় আঘাত করেন। এরপরই তাকে যৌন নির্যাতন শুরু করেন। পর্ন সিনেমার স্টাইলে তাকে যৌন নির্যাতন করেন কোরো।

যৌন নির্যাতনের সময় কোরো ভুক্তভোগীকে বলেন, ‘আমি তোমাকে হত্যা করবো।’ সেই সঙ্গে তিনি বলেন, আমি তোমার মুখে দিয়েও যৌন নির্যাতন করবো। পরে কোরো ওই বৃদ্ধাকে নির্মমভাবে মুখে দিয়েও যৌন নির্যাতন করে।

এই ঘটনাটি ঘটে ১২ নভেম্বর ২০১৭ সালে রাত ৯ টার দিকে সিডনির একটি পাবলিক পার্কে। ঘটনার পর কোরো ঘটনাস্থলে একটি সানগ্লাস ফেলে যায়। আর তাতে লেগে থাকা আঙ্গুলের ছাপের ডিএনএ টেস্ট করে কোরোকে চিহ্নিত করা হয়। তার ডিএনএ ওই নারী শরীরে এবং পোশাকেও পাওয়া যায়। পরে কোরোকে অভিযুক্ত করে তিনদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়।

এই ঘটানার সত্যতা স্বীকার করেছেন কোরো। স্থানীয় সময় গত শুক্রবার ক্যাম্পবেলটন জেলা আদালতে শাস্তি দেওয়ার সময় বিচারক ক্রিস ও’ব্রায়েন একটি বিবৃতি পড়েন। সেই বিবৃতিটি ধর্ষণের শিকার ওই নারীর। সেখানে লেখা ছিল, ‘আমি আর জানি না আমি কে। ওই ঘটনা আমাকে একটি খালি খোঁসায় পরিণত করেছে।’

ভুক্তভোগী জানান, ওই ঘটনার পরেই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তিনি দুবার একটি হাসপাতালের মানসিক ওয়ার্ড ভর্তি হয়েছিলেন।

তিনি আরো জানান, ওই ঘটনার পর তার নাতি-নাতনির ভালোবাসার যোগ্য বলে অনুভব করেননি তিনি। এর পরিবর্তে নিজেকে ‘নোংরা’ অনুভব করেছিলেন।

ভুক্তভোগী নারী বলেন, বিষয়টা এরকম যে, সে (কোরো) আমার শরীরে তার ছাপ রেখে গেছে। আমি এখনো তার গন্ধ পাই।

এই মামলার বিচারক ক্রিস ও’ব্রায়েন জানান, ভুক্তভোগী নারী যেকোনো সম্প্রদায়ের সদস্য হোক না কেন যেকোনো সময় তার রাস্তায় হাঁটার অধিকার রয়েছে। হাঁটার সময় তার নিরাপদ বোধ করার অধিকারও রয়েছে।

ওই ঘটনার কারণে কোরোকে ১১ বছর ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে বলা হয়, দেড় বছর আগে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না। ২০২৫ সালের পর প্যারোলে মুক্তির পাওয়ার যোগ্য হবেন কোরো।

 

 

সূত্র: দ্য সান।

পাঠকের মতামত

Comments are closed.