234831

ফেসবুক থেকে আয় করার নতুন অ্যাপ

অনলাইন সংস্করণঃ- ফেসবুক থেকে ইনকামের জন্য নতুন একটি অ্যাপ ছেড়েছে এর কর্তৃপক্ষ। ‘স্ট্যাডি ফ্রম ফেসবুক’ নামের অ্যাপের মাধ্যমে ফেসবুক স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপের ব্যবহার ও এ বিষয়ে তাদের কার্যক্রম জানতে পারবেন।

এটির ব্যবহারকারী এর জন্য অর্থও পাবেন। অ্যাপটির মাধ্যমে মার্কেট যাচাইসহ নানা ধরনের তথ্য সংগ্রহ করবে ফেসবুক। যার মাধ্যমে তথ্যদাতাকে অর্থ দেয়া হবে।

তবে এ কাজের জন্য ব্যবহারী কী পরিমাণ অর্থ পাবেন তার পরিমাণ স্পষ্ট করা হয়নি।

টরেন্টোর দ্য স্টার এসব তথ্য জানিয়েছে।

তবে অ্যাপটি ব্যবহারের আগে ইউজারদের সতর্ক করছে ফেসবুক। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় উঠতে হয়েছে ফেসবুককে। তাই স্ট্যাডি অ্যাপ সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।

স্ট্যাডি’ অ্যাপটি কেবল প্রাপ্তবয়স্করা ফোনে ইনস্টল করতে পারবেন বল জানায় কর্তৃপক্ষ। যাদের বয়স ১৮ বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তারাই এটি ব্যবহার করতে পারবেন।

কেউ ‘স্ট্যাডি’ অ্যাপ থেকে টাকা আয় করতে চাইলে টাকা উত্তোলনের জন্য তার পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে।

জানা যায়, অ্যাপ ইনস্টল করার সময় ব্যবহারকারীকে জানানো হবে কী ধরনের তথ্য চাচ্ছে অ্যাপটি। এ ছাড়া সংগ্রহ করা তথ্য কী কাজে ব্যবহার করা হবে, সেটিও জানাবে ‘স্ট্যাডি’ অ্যাপ।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.