234867

চাঁদে পাঠাতে নারী নভোচারীদের তালিকা তৈরি করছে নাসা, কে হবেন সেই সৌভাগ্যবতী!

রিবাতুল ইসলাম : চাঁদে প্রথম কোনো নারীর পদযুগল স্পর্শ করবে এবং সেই সৌভাগ্যবতী কে হবেন তা নির্ভর করছে নাসা’র তালিকা থেকে চূড়ান্ত বিবেচনার ওপর। ইতিমধ্যে নাসা যে কয়েকজন নারী নভোচারীর তালিকা তৈরি করেছেন তাদের মধ্যে একজন জন হচ্ছেন, এ্যানি ম্যাকক্লেইন। যিনি একজন সাবেক হেলিকপ্টার পাইলট। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি।

এ মাসেই তিনি যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। মার্কিন গবেষণা সংস্থা ২০২৪ সালে নারী নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এজন্য খরচ হবে ৩ হাজার কোটি ডলার। এবং ওই মহাকাশযানের নেতৃত্ব দেবেন একজন নারী নভোচারী। স্টার ইউকে

নাসা’র যে ১২ জন নারী নভোচারীর সংক্ষিপ্ত তালিকা রয়েছে তা থেকে নির্বাচন করা হবে তাকে। আরেকজন নারী প্রকৌশলী ক্রিস্টিনা কোচ’এর সম্ভাবনা রয়েছে সেই নভোচারী হওয়ার। যিনি সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রে যোগ দিয়েছেন এবং তার মহাকাশে ১১ মাস অতিবাহিত করার অভিজ্ঞতাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটির গভর্নর জানেট ইভে বলেন, তার মতে ক্রিস্টিনা কোচ অথবা এ্যানি ম্যাকক্লেইনের সম্ভাবনাই বেশি। এছাড়া মেরিন বায়োলজিস্ট জেসিকা মেইর ও জঙ্গি বিমানের পাইলট নিকোল ম্যান’এর সম্ভাবনাও কম নয়। যারা সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রে যোগ দিয়েছেন। ২০১৬ সালে এই চার নারী বলেছিলেন তারা মঙ্গল অভিযাত্রায় যেতে আগ্রহী।

এখন তারা চাঁদের পথ পাড়ি দেয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। এমনকি অভিজ্ঞতার কারণেও অনেককে নাসা ডাকছেন, এদেরই একজন সুনিতা উইলিয়াম যিনি এবার মহাকাশে যেতে পারলে তা হবে তার জন্যে তৃতীয়বার মহাকাশ যাত্রা। তবে ২০২৪ সালে সুনিতার বয়স হবে ৫৮ বছর যদিও সবচেয়ে বেশি বয়স্ক হিসেবে ৭৭ বছর বয়সেও মানুষের মহাকাশ যাত্রার অভিজ্ঞতা রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.