234125

৫জি নেটওয়ার্ক উন্নয়নের মূল সুবিধা হলো নিরাপত্তা

অনলাইন সংস্করণঃ- মোবাইল ফোন নেটওয়ার্কের সুপারফাস্ট গতির জন্য ৫জি চালুর চেষ্টা করছে অনেক দেশই। পঞ্চম প্রজন্মের এ প্রযুক্তি মোবাইল ফোন নেটওয়াকর্কে বিস্ময়করভাবে যেমন গতিশীল করবে তেমনি প্রযুক্তির ব্যবহারকে আরো বেশি নিরাপদও করবে। দ্য ইকোনমিস্ট

৫জি প্রকল্প মোবাইল ফোন নেটওয়ার্ক জগতে বিস্ময়ক পরিবর্তন নিয়ে আসছে। এটি কার্যকর হলে মোবাইল ফোনে সিম কার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা হ্রাস হবে। এই নেটওয়ার্ক অতি সীমিত সময়ে মধ্যে এতো বেশি তথ্য আদান-প্রদান করবে যা একটি সিমের পক্ষে ধারণ করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এমনকি সত্যতা যাচাইয়ে দায়ভারও নেটওয়ার্ক কোম্পানি থেকে একটি নির্দিষ্ট সেবা প্রতিষ্ঠানের কাছে নিয়ে যাবে। এ প্রযুক্তিটি নির্মাণই করা হয়েছে নিরাপত্তার ওপর ভিত্তি করে। সেলুলার ভিত্তিক এই প্রযুক্তি একজন মানুষকে এমন পদ্ধতিতে নেটওয়ার্কে প্রবেশ করাবে যেভাবে একটি ‘অন-র‌্যাম্প’ সংযোগ সড়ক একজন চালককে মহাসড়কে নিয়ে যায়।

নর্দার্ন আয়ারল্যান্ডের আলস্টার ইউনিভার্সিটির সাইবার সিকিউরি বিভাগের প্রফেসর কেভিন কুরান বলেন, এই প্রযুক্তি সকল সেবাকে সহজতর করবে। যেমন স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থাগুলো একজন রোগির শরীরে ‘পেসমেকার’ বসিয়ে তা সহজেই যাচাই করতে পারবে এবং বনে ‘হিট সেন্সর’ বসিয়ে তাপমাত্রা পরিমাপ বা আবহাওয়া জানা যাবে।

মোবাইল ফোনের বর্তমান চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বিশ্ব প্রায় ১০ বছর ধরে ব্যবহার করছে। এখন পর্যন্ত তেমন কোনো গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়নি। তবে এখন ৫জি হবে ৪জি এর সুরক্ষার মাধ্যম।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.