234185

বাহরাইনে সাগরের তলদেশে নামানো হচ্ছে বোয়িং ৭৪৭

রিবাতুল ইসলাম : বাহরাইনে সাগরের তলদেশে থিমপার্ক হচ্ছে। আর সেখানেই ঠাই মিলেছে বোয়িং ৭৪৭টির। পুরাতন এ বিমানটি তৈরি করা হয়েছিল ১৯৮১ সালে। এবছরের শেষ নাগাদ বাহরাইনে এ থিমপার্কে বিদেশি পর্যটকও মিলবে প্রচুর এমনটাই আশা করা হচ্ছে। থিমপার্কের অন্যান্য জিনিসের সঙ্গে বিমানটি হবে অন্যতম আকর্ষণ। বাহরাইন থেকে আমওয়াজ দ্বীপের উত্তরে এ থিমপার্কটির অবস্থান।

বিমানটি ৭০ মিটার লম্বা। সাগারের তলদেশে থাকবে বলে এতে সংযোজিত হয়েছে ডাইভিং সাইটের। আর এটিই হতে যাচ্ছে বিশে^র সবচেয়ে বড় থিমপার্ক। ১ লাখ বর্গমিটার জুড়ে এ থিমপার্কে রঙ্গিন কৃত্রিম ডুবো পাহাড় ও ভাস্কর্যের ছড়াছড়ি থাকছে। বিমানটি সাগরের তলদেশে ডুবানোর আগে এতে যত বিষাক্ত যা কিছু ছিল তা দূর করা হয়েছে। সেখানে ডুবরী বা ডুব দিতে আগ্রহী মানুষের জন্যে এক সামুদ্রিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে। থাকছে খেলার মাঠ।

পাঠকের মতামত

Comments are closed.