231809

বিশ্বকাপের মঞ্চে ক্রিজে নেমেই সাকিবের তিন রেকর্ড

অনলাইন সংস্করণঃ- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে একের পর রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে টানা তৃতীয় আসরে খেলতে নেমে প্রথম রেকর্ড গড়লেন তিনি। দ্বিতীয় রেকর্ড গড়লেন তিন ফরমেট মিলিয়ে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন এই অলরাউন্ডার। তৃতীয় রেকর্ডটি হলো বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।

দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব।

এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। যেখানে ফিফটি তুলে অপরাজিত আছেন সাকিব।

 

সূত্র আমাদের সময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.