231812

দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের, পাহাড়সম টার্গেট ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকাকে (সরাসরি)

অনলাইন সংস্করণঃ- সৌম্য ও তামিমের পর বাংলাদেশের হাল ধরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌম্য সরকার ৩০ বলে ৪২ রান, তামিম ইকবাল ২৯ বলে ১৬ রান, সাকিব আল হাসান ৮৪ বলে ৭৫ রান করে সাজঘরে ফিরেছেন। এই বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। সৌম্য আজ শুরুতেই ছিল বেশ আত্মবিশ্বাসী। ৩০ বলে ৪২ করে আউট হন তিনি। যার মধ্যে ছিল নয়টি চারের মার। বাংলাদেশের ব্যাটিং সামলানোর জন্য বারবার বোলিং পরিবর্তন করেছেন ফাফ। এনজিডি, রাবাদার পর মরিস, তাহিরদের দেখেশুনে সামলে খেলছেন ব্যাটসম্যানরা।

টসে হারলেও সুখবর দেন অধিনায়ক মাশরাফি। জানিয়ে দেন দলের সবাই ফিট আছেন। তামিমকে নিয়ে যে শঙ্কা ছিল তা দূর করে তিনি জানান তামিম খেলবেন। অবশ্য ১৬ রানে আউট হয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, ভ্যানডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেলুকাউয়া, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।

https://youtu.be/oO8T1ocjMRg

পাঠকের মতামত

Comments are closed.