230292

তিন মাসে ২২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক

অনলাইন সংস্করণঃ- ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বহু আগেই উদ্বেগ প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সেই ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক জানিয়েছে, চলতি বছরের ৩ মাসে কপমক্ষে ২২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছেন, গত বছরের শেষ থেকেই এই সাফাইয়ের কাজ শুরু করেছিল ফেসবুক। নভেম্বর, ডিসেম্বর মিলিয়ে প্রায় ১২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছিল এই প্রতিষ্ঠানটি। তাদের এক কর্মকর্তা বলেন, ‘আমরা যা অনুমান করেছিলাম, ঠিক তাই হয়েছে। মাসিক ৫ শতাংশ চালু অ্যাকাউন্টই ভুয়া।’

তবে ফেসবুক যে ঘৃণা সংক্রান্ত পোস্টে ভর্তি হয়ে গেছে, সে কথাও স্বীকার করে নিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। এমনকি এর পরিসংখ্যানও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ডিলিটও করে দেওয়া হয়েছে বেশ কিছু পোস্ট। ২০১৯ সালের প্রথম দিকেই ৪০ লাখ এমনই ঘৃণা সংক্রান্ত পোস্ট ডিলিট করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.