230095

রোবো ডগ লাফাতে পারে, নাচতেও জানে, মৃদু আঘাত দিতে পারে, দাম ৩ হাজার ডলার (ভিডিও)

রিবাতুল ইসলাম : আপনি পারলে বাসায় তৈরি করে নিতে পারেন। ‘স্ট্যানফোর্ড ডগো’ নাম দেয়া হয়েছে এ রোবো ডগটির। পোষা কুকুরের মতই একে নিয়ে লনে হাঁটতে যেতে পারেন, পারেন বেড়াতেও। স্মার্ট মোটর সেন্সর লাগানো রয়েছে যার চাপে নিজের যান্ত্রিক পায়ে ভর দিয়ে সে লাফাতে জানে। অনেকটা ডিগবাজিও মারতে পারে। এমনকি এ রোবো ডগের দ্বিগুণ বড় ‘রোবো-উলফ’ বা যান্ত্রিক নেকড়ে বানানোও সম্ভব। আপনি চাইলে আপনাকে প্রযুক্তিগতভাবে সহায়তাও করতে রাজি রোবো ডগের প্রস্তুতকারক। কারণ এটি তৈরি করা হয়েছে যাতে কেউ এর প্রযুক্তিগত বিষয়গুলো ব্যবহার করে ভিন্ন ধরনের ভিন্ন ডিজাইনের নিজস্ব রোবট বানাতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রোবট ক্লাব এধরনের রোবো ডগ বানিয়েছে। ডেইলি মেইল

বিনামূল্যে রোবো ডগের প্রস্তুতকারীরা কিভাবে তা তৈরি করতে হবে তার পরিকল্পনা, কোড ও প্রয়োজনীয় তালিক দিতে রাজি। গিটহাব নামে বিশেষ প্রযুক্তি প্লাটফরম তা আপনাকে দিতে রাজি। ২০ বছরের যান্ত্রিক প্রকৌশলী নাথান কাউ বলেন, যাতে কেউ নিজের মত করে এধরনের রোবো ডগ তৈরি করতে চান, নিজের গবেষণার জন্যে কাজে লাগাতে চান তাহলে যে কোনো সহায়তা আমরা দিতে রাজি। কারণ আমরা চাই স্ট্যানফোর্ড যে কারো জন্যে মুক্তমঞ্চ হয়ে উঠুক। এধরনের একটি রোবো ডগ অনলাইনে কিনতে ৩ হাজার ডলার খরচ পড়বে। চারপায়ের এ রোবো ডগ ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে।

রোবো ডগটির আকার একটি জুতার বাক্সের সমান। এর কম্পিটিং স্পিড সেকেন্ডে ৮ হাজার। মাটি থেকে সাড়ে তিন ফুট উচ্চতা পর্যন্ত এটি লাফিয়ে উঠতে পারে। খুব শিঘ্রই অন্যান্য ধরনের রোবট অনলাইনে বিক্রি শুরু করবে গিটহাব। গিটহাব রোবো ডগ তৈরিতে বায়োমেটিক্স প্রযুক্তি ব্যবহার করেছে যা প্রকৃতি থেকে ধারণা নিয়ে যান্ত্রিক প্রকৌশলের মাধ্যমে মানুষের প্রয়োজন ও সমস্যা মেটানোর চেষ্টা করে। রসায়ন ও জীববিজ্ঞানের বিভিন্ন সূত্র এক্ষেত্রে কাজে লাগানো হয়। এছাড়া বায়োমেটিক্স ওষুধ তৈরিতে ও টিস্যু ইঞ্জিনিয়ারিং’এও কাজে লাগে।

পাঠকের মতামত

Comments are closed.