বিশ্বকাপে নিজের দলে কোহলিকে চাইলেন মাশরাফি!
ডেস্ক রিপোর্ট : আর মাত্র ৬দিনের দূরত্বে অপেক্ষা করছে বিশ্বকাপ ক্রিকেট। সব দলই ইতিমধ্যে সভ্যতার ধারক-বাহক হিসেবে খ্যাত ব্রিটেনে পা রেখেছে। সব দলগুলোকে নিয়ে আয়োজকদেরও উচ্ছ্বাসের কমতি নেই। অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কদের নিয়ে আয়োজিত আজকের একটি অনুষ্ঠান তাই বলে। যেখানে ছিল আড্ড, ছিল খুনসুটি, ছিল সুপ্ত বাসনার প্রকাশ এমনকি অন্য দলের ক্রিকেটারও নিজ দলে নেওয়ার সুযোগ।
আজ আইসিসির আয়োজনে বিশ্বকাপের ১০ অধিনায়ক একসঙ্গে মুখোমুখি হয়েছিল সংবাদমাধ্যমের। মঞ্চের ঠিক মাঝখানে রাখা ছিল ট্রফি। তার পাশের সোফায় বসে মাশরাফি। একই আসনে অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। যেখানে প্রতিটা অধিনায়কের দিকে একটি একটি করে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছিল। সেখানেই একটি মজার প্রশ্ন ছিল ১০ অধিনায়কের উদ্দেশে। যদি একজন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকত, কাকে নিতেন?
প্রতিটা অধিনায়কই চেয়েছেন নিজের পছন্দের ক্রিকেটারকে। কেউ দলের জন্য আবার কেউ সফলতার জন্য। এখানে মাশরাফি বলেছেন বিরাট কোহলির কথা। এ সময়ের সেরা ব্যাটসম্যান। চাপের মুখে নিজের সেরাটা খেলেন। একজনকে নেওয়ার সুযোগ থাকলে মাশরাফি কোহলিকেই নিজের দলে নিতেন।
ইংল্যান্ডের অধিনায়ক মরগান বলেছেন, বর্তমান সময়ের নয়, সুযোগ থাকলে তিনি দু’বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংকে নিতেন। ভারতীয় দলের ক্যাপ্টেন কোহলি বলেছেন, ‘প্রশ্নটার জবাব দেওয়া কঠিন। নিজেদেরই যথেষ্ট ভালো মনে করি আমরা। একজনকে যদি নিতেই হয়, এখনকার ক্রিকেটারদের মধ্যেই কি নিতে হবে? আমি এবি ডি ভিলিয়ার্সের কথাই বলতাম, কিন্তু ও অবসরে থাকায় আমার ভালো বন্ধু ডু প্লেসিসকে নেবো।’
সরফরাজ এক কথায় জবাব দিয়েছেন, তিনি নিতেন জস বাটলারকে। জেসন হোল্ডার ও গুলবাদিন নাইব প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছেন। মাশরাফি কোহলির দিকে আঙুল দিয়ে বলেছেন, কাকে চান। অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, তিনি চান কাগিসো রাবাদাকে। আমাদের সময়.কম