229989

‘ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট’ প্রশ্নের উত্তর দিলেন না কোহলি

স্পোর্টস ডেস্ক : দু’দেশের রাজনৈতিক বৈরীতা নতুন কিছু নয়। কিন্তু সেই রাজনৈতিক শত্রুতা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। বেশ কয়েক বছর ধরে মাঠে গড়ায় না ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসির ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও চিরশত্রু দল দুটি। তার মাঝে আবার চলতি বছরের পুলওয়ামা সেনা হামলার উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাদ পড়তে যাচ্ছিল দু’দলের বিশ্বকাপের ম্যাচও। সেই ম্যাচ নিয়ে প্রশ্ন শুনতে হলো বিরাট কোহলিকে। কিন্তু তিনি প্রশ্নের উত্তর দিলেন না।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, এ নিয়ে সন্দেহ ছিল কদিন আগেও। কাশ্মীরের পুলওয়ামা হামলা ৪০ জন সৈনিকের মৃত্যুর দায়টা পাকিস্তানের ওপরই দিয়েছিল ভারত। সে ইস্যুতে বিশ্বকাপের ম্যাচ বয়কটের পরামর্শও দিয়েছিল অনেক। এমনকি অনেক সাবেক ক্রিকেটারও সে দলে ছিলেন।

দুই দেশের রাজনৈতিক দ্বৈরথ শেষ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে আঁচড় ফেলেনি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে দেখা হবে ভারত ও পাকিস্তানের। আজ বিশ্বকাপের আগে ১০ অধিনায়কের মুখোমুখি হওয়ার অনুষ্ঠানে তবু ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি উঠে এল, উঠল সেই বিব্রতকর প্রশ্ন ধরেই, ‘কেন দ্বিপক্ষীয় সিরিজে দেখা হয় না ভারত ও পাকিস্তানের? কেন দুই দেশ নিজেদের মাঠে আয়োজন করতে পারে না বহু আকাক্সিক্ষত এই এই ম্যাচ?’

এমন প্রশ্নের উত্তরে সরফরাজ কিছু বলেননি। কারণ প্রশ্নটা করা হয়েছিল শুধু কোহলিকে। এর উত্তরে কোহলি খুবই ঠান্ডা মাথায় বলে দিয়েছেন, এ বিষয়ে কথা বলা তার পক্ষে সম্ভব নয়, ‘আমি এ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য লোক নই, এটা বোর্ডের ব্যাপার। সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের দেওয়া হয়নি।’ এরপর কিছুক্ষণ চুপ থেকে কোহলি এ বিষয়ে নিজের মতামত আবার জানিয়ে দিয়েছেন, ‘আমার ব্যক্তিগত মতের কোনো দাম নেই এখানে।’

হাসি ঠাট্টা পর্ব শেষে সিরিয়াস হয়েছেন কোহলি, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সব সময় অনেক আগ্রহ থাকবে। কিন্তু আমরা সব সময় বলি, ভক্তরা যেভাবে ম্যাচটা দেখে খেলোয়াড়েরা সেভাবে খেলে না। হ্যাঁ, আমরাও যখন মাঠে ঢুকি সমর্থকদের সে উত্তেজনা অনুভব করি। কিন্তু খেলা শুরু হতেই সবকিছু পেশাদারি ভঙ্গিতে এগোয়। আমাদের কাছে এটা আরেকটা ম্যাচ যেটা জিততে হবে। আমি জানি আমরা সব সময় এটা বলি, কিন্তু এটাই সত্যি।’

পাঠকের মতামত

Comments are closed.