229018

ব্রিটেনের দুই তৃতীয়াংশ পুরুষ সৌন্দর্য চর্চা করেন, নারীদের চেয়ে সময় দেন বেশি

রিবাতুল ইসলাম : ব্রিটেনের পুরুষরা বছরে গড়ে সৌন্দর্য চর্চায় ব্যয় করেন ৭৬০ পাউন্ড। ফেস মাস্ক, ব্রণ রোধি ক্রিম, স্কিন টোনার থেকে শুরু করে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন তারা। এক জরিপে দেখা গেছে ব্রিটিশ পুরুষরা আটকে গেছেন ‘বিউটি রেজিমে’। সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে সৌন্দর্য চর্চায় তারা নারীদের চেয়ে সময় ব্যয় করে বেশি। এরফলে প্রসাধনী শিল্পগুলো নারীদের চেয়ে অপেক্ষাকৃতভাবে পুরুষদের দিকে মনোযোগী হতে শুরু করেছে। ত্বকের সৌন্দর্য চর্চায় যে সব প্রসাধনী কোম্পানি রয়েছে তারা এখন নজর ঘুরাতে চাইছে পুরুষদের দিকে। ডেইলি মেইল

ব্রিটেনে এখন তিন জন পুরুষের একজন স্বীকার করেন তারা সৌন্দর্য চর্চা করে। জরিপে এক হাজার মানুষের কাছে এ নিয়ে মতামত সংগ্রহ করে তা বিশ্লেষণ করে দেখা হয় তার টিপটপ থাকতেই এধরনের প্রসাধনী ব্যবহার করেন। নারীরা তক্বের সৌন্দর্যে দিনে ১৭ মিনিট ব্যয় করলে পুরুষরা সেখানে ব্যয় করছে ২৩ মিনিট। ত্বকের সৌন্দর্যে শীর্ষ প্রসাধনীগুলোর কেনেন এমন ক্রেতাদের মধ্যে রয়েছে ৪৪ শতাংশ পুরুষ এবং ফেস মাস্ক ব্যবহার করছেন নিয়মিত এমন পুরুষ রয়েছে ৩৭ শতাংশ। প্রতি ৫ জন পুরুষের মধ্যে একজন স্কিন টোনার ব্যবহার করছে। এমনকি মেকআপ রিমুভারও ব্যবহার করতে শুরু করেছে পুরুষরা।

প্রসাধনী শিল্প প্রতিষ্ঠান নিউক্স বলছে পুরুষ ক্রেতারা বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করছে এবং তা তাদের বাবা ও মায়ের চেয়ে বেশি পরিমানেই ব্যবহার করছেন।

পাঠকের মতামত

Comments are closed.