225788

১৭ ঘণ্টা রোজা ছিল টাইগাররা, তবুও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয়

ডেস্ক রিপোর্ট : রোজা মুসলিমদের কয়েকটি ফরজ কাজের মধ্যে অন্যতম। বিশ্বের অন্য দেশের মতো আয়ারল্যান্ডেও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সেখানে এবার গ্রীষ্মকালে রোজা হচ্ছে। প্রায় ১৭ ঘণ্টা সব ধরনের খাবার, পানাহার ও অনাচার থেকে সংযত থাকতে হবে দেশটির ধর্মপ্রাণ মুসলমানদের।

ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পেল না বাংলাদেশের কাছে। ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়ে মাশরাফিরা বুঝিয়ে দিলেন, মূল মঞ্চে তাঁরা অন্যরকম।

কট্রেলকে বাউন্ডারি মেরে যখন দলকে জয়ের প্রান্তে পৌঁছে দিলেন মুশফিকুর রহিম, তাঁর অভিব্যক্তি বলছিল, ‘জয়—এ আর এমন কী!’ মুশফিক-সাকিবের ফিনিশিংয়ে বাংলাদেশ সহজেই ২৬১ রান টপকে গেছে ঠিকই, তবে বড় কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের দুই ওপেনারের ।

ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন তামিম ইকবাল-সৌম্য সরকার। পার্থক্যটা হচ্ছে, সিলেটে সিরিজের শেষ ওয়ানডেতে তামিম-সৌম্য ১৩১ রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে। আজ সেটি হয়েছে উদ্বোধনী জুটিতে। ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি এনে দিয়েছিল ৮৯ রান। জবাবে ক্যারিবীয়দের চেয়ে ভালো শুরু এনে দেন তামিম-সৌম্য । ২৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুজনের উদ্বোধনী জুটি যোগ করে ১৪৪ রান। আর তাতেই যেন পরিষ্কার হয়ে যায় ম্যাচের গতিপথ। তামিম-সৌম্য সেই যে পথ দেখিয়ে দিয়েছেন, সেটি হারায়নি বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার টুর্নামেন্ট শুরু করছে বাংলাদেশ। এর আগে দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, খেলার দিন অনেক ক্রিকেটার রোজা রাখবেন না। তবে এদিন দলের মুসলিম ক্রিকেটারেরা তা না রাখলেও অন্যান্য দিন রাখবেন।

রোজা রেখেই চলবে কঠোর অনুশীলন। তিনি বলেন, আমরা মুসলিম, আমাদের জন্য রোজা খুবই গুরুত্বপূর্ণ, ১৭ ঘণ্টা রোজা রেখে খেলবেন টাইগাররা। সবাই রোজা থাকবেন। খেলার দিন হয়তো কেউ থাকতে পারবেন না। ইউরোপে রোজায় উপোষ করতে হয় উপমহাদেশের চেয়েও অনেক বেশি সময়। সেটি উল্লেখ করে মাশরাফি বলেন, ১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ্‌।

পাঠকের মতামত

Comments are closed.