225797

পাকিস্তানে মাজারে বোমা হামলা, নিহত ৪ এবং আহত ১৫

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের লাহোরে বিখ্যাত দাতা দরবার সুফি মাজারের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত আরও ১৫ জন।

লাহোর সিটি পুলিশ প্রধান সৈয়দ গজনফর শাহ জানিয়েছেন, মাজারের সামনে প্রহরায় থাকা নিরাপত্তা বাহিনীর একটি দলকে লক্ষ্য করেই বুধবার সকালে হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

তিনি জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় মায়ো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোমাটি বিস্ফোরণের সময় মাজারের ভেতরে ও বাইরে কয়েকশ’ পূণ্যার্থী অবস্থান করছিলেন বলে জানান পুলিশ প্রধান।

স্থানীয় গণমাধ্যম জিওটিভি’র ফুটেজে বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া একটি পুলিশের গাড়ি দেখা গেছে। কর্তৃপক্ষের ধারণা, এটিই ছিল বিস্ফোরণের লক্ষ্যবস্তু।পাকিস্তান-লাহোর-শক্তিশালী বোমা বিস্ফোরণ-সুফি মাজার

প্রাথমিক তথ্যে পুলিশ জানায়, দাতা দরবারের ২ নম্বর গেটের কাছে বিস্ফোরণটি হয়। তবে বিস্ফোরণটির প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পরপরই দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে এলাকাটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। চ্যানেল আই

পাঠকের মতামত

Comments are closed.