225570

৭০ শতাংশ মাদকাসক্তের অর্থের উৎস অভিভাবক

অনলাইন সংস্করণঃ- মাদকাসক্তদের ৭০ দশমিক ৬ শতাংশই কৌতূহল থেকে মাদক গ্রহণ করে এ সর্বনাশের পথে জড়িয়ে যান। আর ৭০ শতাংশ মাদকাসক্ত মাদকের জন্য অর্থ সংগ্রহ করেন তাদের অভিভাবকদের কাছ থেকে। সোমবার (৬ মে) রাজধানীর ধানমন্ডিতে আহ্ছানিয়া মিশনের কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ প্রতিবেদন উপস্থাপনকালে জানান, ১৮ বছর বা আরো ছোট বয়স থেকে মাদক গ্রহণকারীদের ৬২ দশমিক ৭ শতাংশ পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর পুনরায় মাদকাসক্ত হওয়া ব্যক্তিদের ৫২ দশমিক ১ শতাংশ কারাবন্দি হন। তাদের মধ্যে ৪৩ শতাংশ একবার, ৪১ দশমিক ৯ শতাংশ দুই-পাঁচবার এবং ১৫ দশমিক ১ শতাংশ পাঁচবারের বেশি গ্রেপ্তার হন।

ইকবাল মাসুদ জানান, ৯০ দশমিক ৬ শতাংশ ব্যক্তি ধূমপানের মাধ্যমে, ৮২ শতাংশ গলাধঃকরণ, ২৬ দশমিক ২ শতাংশ শ্বাসের মাধ্যমে মাদক গ্রহণ করেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন মাদক নিরাময় সংগঠন মানসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.