225567

যেহেতু আমরা মুসলিম, সবাই-ই রোজা থাকবে : মাশরাফি

অনলাইন সংস্করণঃ- ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে আয়ারল্যান্ডে। সিরিজের সবগুলো ম্যাচই স্থানীয় সময় অনুযায়ী দিনের মধ্যেই পড়ে। অপরদিকে সারাবিশ্বে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান শুরু হয়েছে। যেহেতু দলের বেশীরভাগ খেলোয়াড়ই মুসলিম তাই রোজা রাখার ব্যাপারে সবাই ইতিবাচক। তবে ম্যাচ চলাকালীন হয়তো রোজা রাখা কষ্টকর হবে বলে মনে করেন টাইগার কাপ্তান মাশরাফি।

খেলার দিন ব্যতিত বাকি দিনগুলো রোজা রেখেই অনুশীলন করবেন বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘যেহেতু আমরা মুসলিম, রোজা খুব গুরুত্বপূর্ণ। সবাই-ই রোজা থাকবে। খেলার দিন হয়ত কেউ কেউ থাকতে পারবে না।’

ইউরোপে রোজায় উপোষ করতে হয় উপমহাদেশের চেয়েও অনেক বেশি সময়। সেটি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ্।’

প্রসঙ্গত, আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ দল। পরবর্তীতে আরো ৩টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মে।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.