224564

রশিদ খানের জন্ম ১৯৯৮, কিন্তু দেখেছেন ১৯৯২ বিশ্বকাপের ফাইনাল! ক্রিকেটবিশ্বে তোলপাড়

ডেস্ক রিপোর্ট : দড়জায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে প্রত্যেক দেশেরই দল গুছানো প্রায় শেষ। বিশ্বকাপে উদীয়মান দল আফগানিস্তানের শক্তি খুবই প্রবল। দেশটির হয়ে আইপিএল খেলতে এসে দুর্দান্ত ফর্মে আছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। কিন্তু আইপিএলে দেওয়া রশিদ খানের এক বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় শুরু হয়েছে।

ম্যাচ পরবর্তী আইপিএলের একটি প্রেসে রশিদ খান বলেন, ‘১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বিশ্বকাপ খেলার ইচ্ছা জাগে আমার। সেখান থেকেই আমি অনুপ্রাণিত’

কিন্তু উইকিপিডিয়াসহ জনপ্রিয় ক্রিকেটের ওয়েবসাইটগুলোতে রশিদ খানের জন্মসাল দেওয়া ১৯৯৮ সাল। তাহলে তিনি কিভাবে ১৯৯২ বিশ্বকাপ দেখেন? এবং সেখান থেকে অনুপ্রাণিত হন! আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার জুড়ি নেই। সবাই একটি কথাই জানতে চান, ১৯৯৮ সালে জন্ম হলে ১৯৯২ বিশ্বকাপ কিভাবে দেখলেন তিনি?

পাঠকের মতামত

Comments are closed.