222522

বিশ্বকাপে বাদ পড়াদের একাদশ

অনলাইন সংস্করণঃ- ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেবে দশ দল। আট দল র‌্যাংকিংয়ের ভিত্তিকে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটে। ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা পেয়েছে। আগামী ৩০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। দশ দেশই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। তবে বিশ্বকাপে বেশ কিছু তারকা ক্রিকেটার ডাক পাননি। ক্রিকইনফো তাদের নিয়ে একটি একাদশ তৈরি করেছে।

নির্বাচকরা দল ঘোষণার পর প্রত্যেক দেশেরই কিছু ক্রিকেটার বাদ পড়েছেন। বাংলাদেশে যেমন ইমরুল কায়েস এবং তাসকিন আহমেদ ডাক পাননি। তবে শ্রীলংকা, পাকিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়া দলের তারকা ক্রিকেটাররা বেশি বাদ পড়েছেন বলে মনে করছে ক্রিকইনফো।

শ্রীলংকা থেকে যেমন দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, গুনাথিলাকা বাদ পড়েছেন। অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন হ্যান্ডসকম্ব। আবার ওয়েস্ট ইন্ডিজের দলে সুনীল নারিন-দেবেন্দ্র বিশু জায়গা পাননি। ভারত ১৫ সদস্যের দলে নিতে পারেনি ঋষভ পান্ত এবং আম্বাতি রাইডুর মতো ক্রিকেটার।

পাকিস্তান যেমন মোহাম্মদ আমির এবং আসিফ আলীকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা আবার অলরাউন্ডার ক্রিস মরিসকে নেয়নি। ইংল্যান্ড জোফরা আর্চারকে পাকিস্তান সিরিজে নিলেও বিশ্বকাপ দলে ডাকেনি। এই ক্রিকেটারদের নিয়েই ইংল্যান্ড বিশ্বকাপে ডাক না পাওয়া ক্রিকেটারদের একাদশ বানানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানেও বাদ পড়েছেন অনেকে।

ইংল্যান্ড বিশ্বকাপে বাদ পড়াদের একাদশ: নিরোশান ডিকভেলা (শ্রীলংকা), ঋষভ পান্ত (ভারত), আম্বাতি রাইডু (ভারত), পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া), দিনেশ চান্ডিমাল (শ্রীলংকা), কিয়েরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), জোফরা আর্চার (ইংল্যান্ড), মোহাম্মদ আমির (পাকিস্তান), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জজ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), আসিফ আলী (পাকিস্তান; ১২তম ক্রিকেটার)।

 

সূত্র সমকালঃ

পাঠকের মতামত

Comments are closed.