222368

মিরাজ বললেন, ‘কত যে সংগ্রাম করতে হয়েছে জীবনে!

ডেস্ক রিপোর্ট : গতকাল বুধবার বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইউনিসেফের সাথে কাজ শুরু করেছেন তরুণ অলরাউন্ডা মেহেদী হাসান মিরাজ। এই ক্রিকেটার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরুর প্রাক্বালে ভাগাভাগি করে নিয়েছেন তার জীবনের গল্প।

অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা মিরাজ তারকা হওয়ার আগে পাড়ি দিয়েছেন সংগ্রামের সমুদ্র। তার একাগ্রতা আর বড় হওয়ার ইচ্ছা জায়গা করে দিয়েছে বিশ্বমঞ্চে। তবে সুদিন দেখার আগের সময়গুলো মোটেও সহজ ছিল না। মিরাজ জানিয়েছেন সেসব কথাই।

মিরাজ বলেন, ‘ক্রিকেট যখন শুরু করেছি, আপনারা জানেন নিশ্চয়ই অনেক কষ্ট করে এগোতে হয়েছে। অনেক বাধা-প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠেছি।’

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাধারণ একটি ঘরে জন্ম মিরাজের। অভাব অনটন দূর করতে একসময় তার পরিবার পাড়ি জমায় খুলনায়। মিরাজের ভাষ্য, ‘কত যে সংগ্রাম করতে হয়েছে জীবনে! খুব সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছি।’

নিজের বেড়ে ওঠার সময়টা কঠিন ছিল বলেই সুবিধাবঞ্চিত শিশুদের সংগ্রামের বিষয়টি ভালো করে অনুধাবক করতে পারেন মিরাজ। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি, অনুভব করতে পারি, সাধারণ একটা পরিবার থেকে বেড়ে ওঠা একটা শিশুর সামনে কত প্রতিবন্ধকতা থাকে।’

আর তাই তাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিরাজ। তিনি আরো বলেন, ‘ওপরে যেতে হলে কত বাধা থাকে। আমার খুব ভালো লাগছে শিশুদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে। আশা করি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারব সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে।’ আমাদের সময় ডটকম

পাঠকের মতামত

Comments are closed.