222365

আন্তর্জাতিক মানের ক্রিকেটার হলেও ইমরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকার মতো না

ডেস্ক রিপোর্ট : গত ১৬ এপ্রিল ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সে দলে জায়গা হয়নি দলের অন্যতম ব্যাটসম্যান ইমরুল কায়েস। তাই স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনা হচ্ছে ইমরুলকে নিয়ে। দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েসকে বিশ্বকাপের জন্য বিবেচনা করেননি নির্বাচকরা। এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা হয়েছে অনেক।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস। এই সময় ইমরুলের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে স্টিভ রোডস বলেন, ‘আমি খুবই খুশি হয়েছি আপনি ইমরুলের প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশে আমরা যেটার চেষ্টা করছি সেটা হলো সর্বোচ্চ মানের ক্রিকেটার রাখতে আর সেটার গভীরতা বাড়াতে। এমন নয় যে ৪-৫ জন সর্বোচ্চ মানের ক্রিকেটার, আরো বেশি থাকলে আমরা ভালো অবস্থানে থাকবো। আমি মনে করি আমাদের ঘরোয়া লিগে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে।’

রোডস যোগ করেন, ‘ইমরুল একজন উঁচুমানের ক্রিকেটার, একজন ভয়ঙ্কর আন্তর্জাতিক ক্রিকেটার। কিন্তু সে বিশ্বকাপ স্কোয়াডের অংশ না। যদি সে আমাদের বিশ্বকাপ স্কোয়াডের অংশ না হয় তার মানে যাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তারাও ভালো মানের ক্রিকেটার। আমরা যখন ইমরুলের মতো ক্রিকেটারকে রেখে যাচ্ছি তখন সেটা আমাদের উঁচুমানের ক্রিকেটারের গভীরতা নির্দেশ করে। যদি কারো ইনজুরি বা অন্য কোন কারণে আমাদের ইমরুলকে দরকার হয় আমরা সবাই জানি সে কি করতে পারে। ইমরুল মিস করবে এবারের বিশ্বকাপ। যখন ভালো কেউ মিস করছে তখন এটাও নিশ্চিত ভালো কেউই যাচ্ছে।’ আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.