220225

তাসকিন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯১৭ সালে! “নান্নু” (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে ঠাঁই হয়নি দেশসেরা ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদের। স্বাভাবিকভাবেই তার বাদ পড়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। প্রতুত্তরে যা বলেছেন তা অবাক করার মতোই বটে। তিনি বলেন, তাসকিন সবশেষ ওয়ানডে খেলেছে প্রায় ১০২ বছর আগে (১৯১৭ সালে)! অবশ্য সেটা ভুল করেই বলেছেন নান্নু।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। তা সামনে রেখে গেল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন নান্নু। ১৫ সদস্যের সেই চূড়ান্ত স্কোয়াডে আসন হয়নি তাসকিনের।

বিশ্বকাপ তো দূরে থাক, এমনকি ক্রিকেটের বৈশ্বিক আসরের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলেও জায়গা পাননি তিনি। তার স্থানে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহী। এতেই ক্রিকেটপাড়ায় হইচই পড়ে যায়।

কেন তাসকিনকে বাদ দেয়া হলো, কেনইবা কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ না খেলা রাহী দলে? এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই অপ্রত্যাশিত এই তথ্য দেন মিনহাজুল আবেদীন।

তিনি বলেন, আমরা ওকে (তাসকিন) নিয়ে অনেক দিন থেকে চিন্তা করছি। সে ১৯১৭ সালের (মূলত সেটা হবে ২০১৭ সাল) ২২ অক্টোবর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। পরে আমরা যখন তাকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করেছিলাম তখন আবার ইনজুরিতে পড়ে যায়। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি।

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.