217371

বিশ্বকাপ দলে পাপনের ভাবনাতেই নেই মাশরাফি?

অনলাইন সংস্করণঃ- ক্রিকেট বিশ্বকাপ দোরগোড়ায়। এই মুহূর্তে ক্রিকেট অঙ্গনে যত আলোচনা তা আসন্ন বিশ্বকাপকে ঘিরেই। বিশ্বকাপ দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি যাদের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে নেই দেশের অন্যতম এক তারকা ক্রিকেটারের নাম।

আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপ দল ঠিকই আছে। চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ ছাড়া দল চিন্তাও করা যায় না। ওদের রাখতেই হবে।’

বাংলাদেশ ক্রিকেট দলের যে পঞ্চপাণ্ডবের কথা বলা হয় তাদের মধ্যে পাপনের বলা নামগুলো ছাড়া আরেকজন থাকেন। আর তিনি হলেন মাশরাফি বিন মোর্ত্তজা। কিন্তু বিসিবি সভাপতি আজ ওই চারজনের সঙ্গে তার নামই নেননি। যদিও মাশরাফি ওয়ানডে দলের অধিনায়ক।

গত ২৬ মার্চ মিরপুরে বিসিবি সভাপতি বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করলেই বিশ্বকাপে সুযোগ পাওয়া যাবে এমনটা নয়। খেলোয়াড়দের সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পারফরম্যান্সই বেশি গুরুত্ব পাবে। ইমরুল-বিজয়ের দলে আসার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছিলেন পাপন।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.