217374

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ১৪টি ম্যাচ, প্রতিপক্ষের তালিকায় নেই ইংল্যান্ড-দ.আফ্রিকা

অনলাইন সংস্করণঃ- আর মাস দুয়েক বাদেই মাঠে গড়াবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। এরপরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ। দুই বছর ধরে বিশ্বের টেস্ট রেটিংধারী ৯টি দেশ ঘরে-বাইরে মিলিয়ে কিছু ম্যাচ খেলবে। টেস্ট চ্যাম্পিয়নশীপে হোম ভেন্যু ওবিদেশ সফর মিলিয়ে বাংলাদেশের জন্য বরাদ্দ হয়েছে ১৪টি ম্যাচ। ছটি দলের বিরুদ্ধে খেললেও বাংলাদেশের প্রতিপক্ষের তালিকায় নেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

১৪ ম্যাচের মধ্যে নিজেদের প্রথম সিরিজে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী নভেম্বরে ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে এবং দেশের বাইরে ৬টি সিরিজ খেলবে।

২০১৯ সালে ভারতের মাটিতে ২ টেস্টের সিরিজের পর ২০২০ সালের জানুয়ারিতে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর ফেব্রুয়ারিতে ২ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল।

আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। ২০২১ সালের জানুয়ারিতে নিজেদের মাটিতে উইন্ডিজকে আতিথ্য দিবে বাংলাদেশ।

এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশীপের মূল লক্ষ্য টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো। অংশ নিচ্ছে মোট ৯টি দল। বাংলাদেশের সাথে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম অনুযায়ী প্রতিটি সিরিজে অন্তত দুটি করে ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ পাঁচ দিন করে। সেরা দুটি দল ২০২১ সালের এপ্রিলে প্লে-অফে অংশ নেবে। এর দুমাস পর ইংল্যান্ডে হবে ফাইন্যাল ম্যাচ।

টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের সূচি :-

২০১৯ নভেম্বর : ভারত (বাইরে)- ২ টেস্ট

২০২০ জানুয়ারি : পাকিস্তান (বাইরে)- ২ টেস্ট

ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া (দেশে)- ২ টেস্ট

জুলাই-আগস্ট : শ্রীলঙ্কা- (বাইরে)- ৩ টেস্ট

অগাস্ট : নিউজিল্যান্ড-(দেশে)- ২ টেস্ট

২০২১ জানুয়ারি : উইন্ডিজ-(দেশে)- ৩ টেস্ট

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.