214538

ছেলের বৌকে ৩৬০ কোটি টাকার নেকলেস উপহার দিয়ে ঘরে তুললেন মা

মুকেশ আম্বানীর ছেলে আকাশ এবং শ্লোকা মেহতার বিয়ে হয়েছে চলতি বছরের ৯ মার্চ। ভারতের মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। ছেলের বউকে নীতা আম্বানী কী উপহার দিয়েছেন সেটা নিয়ে অনেকেরই আ্রগহ আছে। প্রথমে নীতা আম্বানি ভেবেছিলেন, শ্লোকাকে একটি সোনার হার দেবেন। পারিবারিক সূত্রে পাওয়া হার এটি। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার বিয়েতে গুগলের সিইও সুন্দর পিচাই থেকে রতন টাটা, টাটা গ্রুপের ম্যানেজার, মাহিন্দ্রার সিইও-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নীতা আম্বানী এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে পুত্রবধূকে এমন কিছু দিতে চেয়েছিলেন যা সারাজীবন শ্লোকার কাছে থেকে যাবে বিশেষ আশীর্বাদ হিসাবে। আম্বানী পরিবারের নিয়মের মধ্যেও এমনটাই রয়েছে, যে উপহার প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে যাবে পরিবারে। নীতাকে কোকিলাবেন যে হার উপহার দিয়েছিলেন, সেটি দিতে চাইলেও পরে সোনার বদলে হীরা বেছে নিয়েছিলেন তিনি। এদিকে ঈশাও ভাবছিলেন ভাইয়ের স্ত্রীকে কী দেওয়া যায়, তাই তিনি একটি প্রাসাদের মতো বাংলো উপহার দিয়েছেন শ্লোকাকে।

অন্য দিকে নীতা আম্বানী হীরার একটি নেকলেস আশীর্বাদস্বরূপ দিয়েছিলেন শ্লোকাকে। শ্লোকার ওই হারের দাম নাকি তিনশ কোটি টাকা। নকশা ও কাটের দিক থেকে এর কোনো বিকল্প নেই। এই হার দিয়ে কী কী কেনা যেতে পারত? মুম্বাইয়ের ক্ষেত্রেও ২ বিএইচকে ডুপ্লেক্স ফ্ল্যাট কেনা যেতে পারত একশ ২০টির বেশি। জুহুর মতো এলাকায় ১২টি ফ্ল্যাট কেনা যেতে পারে ওই টাকায়। দিল্লির অভিজাত এলাকায় ৩ বিএইচকে থেকে ৪ বিএইচকে ফ্ল্যাট কেনা যেত শতাধিক। ছয়শ বার দিল্লি থেকে নিউইয়র্ক সিটিতেও বিমানে যাতায়াত করা যেতে পারে এই টাকায়, জানাচ্ছে বিমান পরিবহণ সূত্র। যদিও আম্বানী পরিবারের তরফে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

Comments are closed.