212483

চুলে কলপ করলে ফরজ গোসল ও নামাজ হবে কি না জেনে নিন

চুলে কালো কলপ করলে ফরজ গোসল ও নামাজ হয় কিনা? সে সম্পর্কে একজন দর্শক টেলিফোনে জানতে চান।

প্রশ্ন: কয়েকজন হুজুরকে আমি জিজ্ঞাসা করার পর তারা আমাকে বলেছেন, চুলে কালো কলপ দিলে ফরজ গোসল হয় না এবং নামাজও হয় না, কিন্তু মেহেদী দেওয়া যাবে। এই ব্যাপারে একটু জানতে চাই।

উত্তর: না, এই ভাই যে বক্তব্য দিয়েছেন, এটি শরিয়তের বক্তব্য নয়। এই মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। এখানে দীর্ঘ আলোচনা ও গবেষণার বিষয় রয়েছে। তবে যেটা সুন্নাহ, রাসুলের (সা.) সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, রাসুলের (সা.) দিক নির্দেশনা হচ্ছে,

কালোকে পরিহার করা, কালো রঙের সঙ্গে অন্য যে কোনো রঙ মিশিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, এটি জায়েজ রয়েছে (সহিহ বুখারী)। অজু, নামাজ বা গোসল হবে না মর্মে যে বক্তব্য এসেছে, এটি অতিরিক্ত বক্তব্য, রাসুলের (সা.) কোনো হাদিস দ্বারা এই বক্তব্য সাব্যস্ত হয়নি।

উল্লেখ্য, এনটিভির ইসলামবিষয়ক সরাসরি প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ তে এই উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

পাঠকের মতামত

Comments are closed.