212486

ঘরে বসে নিজেই করে ফেলুন দারুণ ফেসিয়াল

ফেসিয়াল আমাদের বর্তমান জীবনে প্রয়োজনীয় একটি অনুসঙ্গ। রূপচর্চা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম কাজ। এখন আসুন জেনে নিই কিভাবে ঘরে বসেই দারুণ একটি ফেসিয়াল করা যায়।
=> প্রয়োজনীয় সামগ্রী—
নিকম টনিক, ক্লিনজিং মিল্ক বা লোশন, ক্রীম, তুলো ব্ল্যাক হেডস রিমুভার, ডেটল, গোলাপজল, বিউটি প্যাক, হেয়ার ব্যান্ড।

=> পদ্ধতি—
নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন।হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেঁধে নিন যাতে ফেসিয়াল করার সময় মুখের ওপর না এসে পড়ে। এবারে ক্লিনজিং মিল্ক লাগিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। ক্রিম লাগিয়ে আঙুল দিয়ে গোল গোল করে মালিশ করুন। ত্বক তেলতেলে হলে পর্নস লেমন ক্রিম আর শুকনো হলে চার্মিস কোল্ড ক্রিম ব্যবহার করবেন। ব্রণ থাকলে সাবধানে ব্রণের জায়গাগুলো বাদ দিয়ে মালিশ করবেন। ব্রণ ফেটে গেলে মুখের দাগ হতে পারে।

প্রথমে ঘাড় থেকে মালিশ আরম্ভ করবেন। মালিশ তারপর থুতনি, ঠোঁট, নাক, চোখ, কপাল এবং সবশেষে ভ্রু মালিশ করবেন। মালিশ করবেন ধীরে ধীরে ত্বকে বেশি চাপ না দেয়। পুরো কাজটি করতে সময় লাগে ১০-১৫ মিনিট বা ২০ মিনিট।

পাঠকের মতামত

Comments are closed.