209188

চুলের যত্নে হেয়ার এক্সপার্ট হাবিবের কিছু ঘরোয়া টিপস

এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিবের নাম শোনেন নি। আজ জাভেদ হাবিবের দেওয়া ঘরোয়া হেয়ার কেয়ার টিপস রইলো আপনাদের জন্য। চুল লম্বা ও মজবুত করার জন্য সহজ একটি টিপস দিয়েছেন তিনি।

চুল লম্বা করতে সঠিকভাবে যত্ন ও সময় লাগে। রাতারাতি চুল লম্বা হওয়া বাস্তবে সম্ভব নয়। তাই ধৈর্য ধরে এক থেকে দু মাস ব্যবহার করুন একটি ঘরোয়া হেয়ার প্যাক। হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব বলছেন, ফল পাবেন ১০০ শতাংশ।

উপকরণ:
পুদিনা পাতার পেস্ট আধা বাটি
নারকেল তেল ৫ চা চামচ

কি ভাবে অ্যাপ্লাই করবেন:
একটি বাটিতে পুদিনা পাতার পেস্ট ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন প্রথমে। এবারে একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগান ভালো করে। মাথার স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে চুলে লাগিয়ে নিন।

অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। চাইলে ৩০ মিনিট পর্যন্ত রাখতে পারেন। তবে পুদিনা পাতা মাথায় বেশিক্ষণ রাখলে অনেকের ঠাণ্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। ২০ মিনিট পর নর্মাল যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন তা দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিন।

সপ্তাহে ৩ থেকে ৪ বার এটি ব্যবহার করতে পারেন। বা যেদিন শ্যাম্পু করবেন ভাবছেন সেদিনও এই হেয়ার প্যাক লাগাতে পারেন। একমাস থেকে দুমাস করুন। ফলাফল নিজেই বুঝতে পারবেন। দেখবেন চুলের জেল্লা বেড়ে গিয়েছে, চুল আরও মজবুত হয়েছে। আর বৃদ্ধি হয়েছে চোখে পরার মত।

জাভেদ হাবিব

জাভেদ হাবিব আরো বলেন, সহজ উপায়ে যদি চুলের যত্ন নিতে হয়, তাহলে প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক। আরও ভালো হয়, যদি প্রতিদিন শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো যায়। আর সেই তেল হবে অবশ্যই সর্ষের তেল। কারণ এই এলাকার আবহাওয়ায় সর্ষের তেল চুলের জন্য সবচেয়ে উপকারি।

পাঠকের মতামত

Comments are closed.