206467

৫ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস জব্দ : টার্গেট ছিল রমজান

অনলাইন সংস্করণঃ- প্রাণিসম্পদ ও মৎস্য অধিদফতর এবং উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল পুরাতন এফডিসি রোডের সেভ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড নামে র একটি হিমাগারে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা সমমূল্যের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মাছ, গরু-মহিষ ও ভেড়ার মাংস জব্দ করেছে র‌্যাব-২ এর একটি দল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ওই হিমাগারটিতে অভিযান চালানো হয়। জব্দ তালিকায় আরও রয়েছে মেয়াদোত্তীর্ণ সামুদ্রিক কাঁকড়া, শামুক, ঝিনুক, সামুদ্রিক চিংড়ি, সামুদ্রিক মাছ, বিদেশি নুডুলস, চিকেন টিক্কা, প্যারট বিফ, চিকেন ফ্রাইডস, লবস্টার সালাদ, চিকেন ফিশার।

ওই হিমাগারে অভিযান পরিচালনাকারী র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আমদানিকৃত আনুমানিক হাজার মণ মেয়াদোর্ত্তীণ মাছ ও মাংস এখানে মজুত করে রাখা হয়েছে। সুন্দরভাবে প্যাকেটিং করা হলেও মাছ ও মাংসগুলো মেয়াদ শেষ হয়েছে গত বছরই। আর এসব ভেজাল মাছ-মাংস সরবরাহ করা হতো বিভিন্ন সুপারসপ ও নামি-দামি হোটেল-রেস্তোরাঁয়।

তিনি আরও বলেন, সেফ অ্যান্ড ফ্রেশ ফুড নামক হিমাগার থেকে আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ প্রায় ১১০০ মণ গরু, মুরগি, মহিষ ও ভেড়ার মাংস ও আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ ৪০০ মণ মাছ, কাকড়া, শামুক জব্দ করা হয়।মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মজুত করা দণ্ডনীয় অপরাধ। এই হিমাগারের কর্তৃপক্ষ ও মালামালের মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রাণিসম্পদ অধিদফতরের ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, দীর্ঘদিনের অভিযোগ এই হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ মাছ, মাংস, বিফ পেডিস, ভেড়ার হাড়, মহিষের মাংস মজুত, বিক্রি ও সরবরাহ করে আসছিল। এখানে ইন্ডিয়ান কোম্পানি রুস্তম ফুড নামক প্রতিষ্ঠান আমদানিকারক ও ফুড চেইন এশিয়া লিমিটেড নামক সরবরাহকারী প্রতিষ্ঠানের মালামাল বেশি ছিল।

সূত্র বাংলা লাইন ২৪ঃ

পাঠকের মতামত

Comments are closed.